আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ২৩ কূটনীতিককে বহিষ্কারে ব্রিটেনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এবার পাল্টা জবাব দিলো রুশ প্রশাসন। ব্রিটেনের ২৩ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে রাশিয়া।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে ব্রিটিশ কূটনীতিকদের বহিষ্কার করা হবে।
এদিকে, ১৪ মার্চ ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, ‘রাশিয়ার সাবেক গোয়েন্দা সের্গেই স্ক্রিপল ও তার মেয়ে ইউলিয়ার ওপর নার্ভ এজেন্ট গ্যাস ব্যবহারের ঘটনায় রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করা হলো।’
তিনি বলেন, ‘যাদেরকে শনাক্ত করা হয়েছে তারা সবাই অঘোষিত গোয়েন্দা কর্মকর্তা। যুক্তরাজ্য ছেড়ে যাওয়ার জন্য তাদের এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে তারা যুক্তরাজ্য ছেড়ে যাবার সময় পাবেন।’
প্রসঙ্গত, ব্রিটেনের সলসবেরির উইল্টশায়ার এলাকার একটি পার্কের বেঞ্চে ৪ মার্চ সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপল ও তার মেয়ে ইউলিয়াকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। ব্রিটেনের অভিযোগ, ওই হামলার সঙ্গে রাশিয়া জড়িত।