অগ্রদৃষ্টি ডেস্ক::তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০১৬ সালের মধ্যে সাধারণ মানুষের হাতে পৌঁছে যাবে স্মার্ট আইডি কার্ড। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ১১তম সরকারি ডিসকাশন ফোরাম ফর ইলেকট্রনিক আইডেনটিটি ২০১৫ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ‘স্মার্ট আইডি কার্ড পূরণ করবে ডিজিটাল সুযোগ সুবিধার সব ক্ষেত্রগুলো।’
স্মার্ট আইডি কার্ডের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে গিয়ে পলক বলেন, ‘বহিঃবিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে স্মার্ট আইডি কার্ড এখন সময়ের দাবি। দেশের নিরাপত্তা নিশ্চিত করতেও এ কার্ড ভূমিকা রাখবে। বন্ধ হবে সব ধরণের প্রতারণা।’
প্রতিমন্ত্রী আরও বলেন,‘ ইতোমধ্যে ই-টেন্ডার, অনলাইন পেমেন্ট সিস্টেম,অনলাইন এক্সাম রুটিন অ্যান্ড রেজাল্ট পাবলিকেশন্স, মেশিন রিডেবল পাসপোর্ট, গাড়ির লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স আমরা ডিজিটালাইজড করেছি। ২৫০০ সরকারি কর্মকর্তার স্বাক্ষরকে আমরা ডিজিটাল করেছি।’
অনুষ্ঠানে দেশ-বিদেশের স্বনামধন্য স্মার্ট আইডি কার্ড বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
দুইদিন ব্যাপী এই ফোরাম শেষ হবে আগামীকাল। এ ফোরামে ১৫০ জন বিদেশি বিশেষজ্ঞ উপস্থিত থাকছেন। ২৬টি বিদেশি ও ২টি দেশি প্রতিষ্ঠান ফোরামে অংশগ্রহণ করছে।