টুইটারে হিজাব ছাড়া ছবি দেয়ার অপরাধে তরুণীকে আটক করেছে সৌদি পুলিশ। সোমবার সৌদি পুলিশের পক্ষ থেকে বিবৃতিতে এ তথ্য জানানো হয়। তবে আটক তরুণীর নাম প্রকাশ করা হয়নি।
কয়েকটি ওয়েবসাইটে তরুণীর নাম মালাক-আল-শেহরি বলে প্রকাশ করা হয়েছে। তার একটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়।
গেলো মাসে শেহরি রিয়াদের রাস্তায় দাড়িয়ে মাথায় হিজাব এবং মুখে নেকাব ছাড়া ছবি তুলে তা টুইটারে শেয়ার করেন। এরপর থেকেই তার বিরুদ্ধে সরব হয়ে ওঠে রক্ষণশীল সৌদি মুসলিমরা। তাকে অবিলম্বে গ্রেপ্তার এবং ফাঁসির দাবিও করেন অনেকে। তবে অনেকে আবার শেহরির এ কাজের প্রশংসাও করেছেন।
এ ব্যাপারে সৌদি পুলিশ জানায়, সাধারণ নৈতিকতা লঙ্ঘন করার অপরাধে অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করা হয়েছে। সে মাথায় হিজাব ছাড়া রিয়াদ ক্যাফের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন। এটা সৌদি সমাজে অবৈধ।