ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার জন্য আওয়ামী লীগের লোকজনকে দায়ী করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই হামলার জন্য আওয়ামী লীগের লোকজনই দায়ী বলে আমাদের বিশ্বাস। অতর্কিত হামলা চালানোর কারণে আমরা কোনোদিকে তাকানোরই সুযোগ পাইনি।
এদিকে, বিএনপির অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিষয়টি আমি জানি না। ঘটনা না জেনে আমি কোনো মন্তব্য করতে পারব না। আমি এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।
আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বেলা সাড়ে ১০টার দিকে পাহাড় ধসের দুর্গতদের দেখতে রাঙ্গুনিয়ার দিকে যাচ্ছিলেন তারা। এসময় শান্তিরহাট এলাকায় রাস্তায় ব্যারিকেড দিয়ে তাদের গাড়িবহরে হামলা চালানো হয়। তিনি বলেন, রাস্তা আটকে রড নিয়ে হামলা চালায় আমাদের ওপর। পাথরও নিক্ষেপ করে। দুটি গাড়ি ম্যাসাকার হয়ে গেছে।
তিনি আরো জানান, তিনিসহ হামলার শিকার মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাতে ব্যাথা পেয়েছেন। দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান শামীমও আঘাত পেয়েছেন। একজনের মাথা ফেটে গেছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে গাড়িতে ছিলেন তার কাঁচ সম্পূর্ণ ভেঙে দেয়া হয়েছে জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের জীবন হুমকির মুখে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই