হাত ধুয়ে বিশ্ব রেকর্ডের দিকে এগোল ভারতের উত্তর ২৪ পরগনা জেলা। শুক্রবার প্রায় ২৫ লক্ষ মানুষ হাত ধোয়া দিবস পালন করেন।
শরীরে জীবাণুর প্রবেশ আটকাতে হাত ধোয়া আবশ্যক-মানুষের মধ্যে এই সচেতনতা গড়ে তুলতেই নির্মল বাংলার অঙ্গ হিসেবে রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছে। শুক্রবার বারাসত কাছারি মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হয়। এখানে হাত ধোয়া কর্মসূচিতে কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও, এদিনের অনুষ্ঠানে ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, পূর্ণেন্দু বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, জেলাশাসক মনমিত নন্দা, জেলা পরিষদের সভাধিপতি রহিমা মণ্ডল, অভিনেত্রী নুসরত, অভিনেতা সোহম, ইউনিসেফ কর্তা সুজেন কোটস্ সহ বিশিষ্টজনেরা। জেলাশাসক মনমিত নন্দা জানান, ১৫ হাজার জায়গায় এদিন এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইতিমধ্যেই গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে তাঁদের আবেদন গৃহীত হয়েছে।