আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশের পরে এবার হরিয়ানার গুরুগ্রামে গোশতের দোকান বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। এখানে নবরাত্রি উৎসবকে সামনে রেখে শিবসেনা কর্মীরা ৫০০ গোশতের দোকান বন্ধ করে দিয়েছে।
আজ (বুধবার) গণমাধ্যমে প্রকাশ, জোর করে দোকান বন্ধ করার সময় কিছু দোকানদারদের সঙ্গে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। শিবসেনার পক্ষ থেকে এর আগে নবরাত্রি এবং প্রত্যেক মঙ্গলবারে দোকান বন্ধ রাখার জন্য নোটিস দেয়া হয়।
শিবসেনা কর্মীরা বলছেন, তারা গুরুগ্রামের সমস্ত গোশত দোকানের মালিকদের তিন দিন আগে নোটিস দিয়ে নবরাত্রিতে এবং প্রত্যেক মঙ্গলবারে দোকান বন্ধ রাখতে বলেছিল। মঙ্গলবার কমপক্ষে ১৫০ জন শিবসেনা কর্মী অভিযান চালিয়ে ৫০০ গোশতের দোকান বন্ধ করে দেয়।
গুরুগ্রাম পুলিশের কর্মকর্তা মণীশ সেহগল বলেন, কয়েকটি গোশতের দোকান বন্ধ করে দেয়া হয়েছিল, কিন্তু পরে সেগুলো খুলে দেয়া হয়েছে। ওই দোকানগুলো বৈধ লাইসেন্স নিয়ে চলছে। জোর করে দোকান বন্ধ করার খবর পেলে কঠোর পদক্ষেপ করা হবে।
এদিকে, বিজেপিশাসিত রাজস্থান, উত্তরাখণ্ড, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে বেআইনি কসাইখানা বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী এপ্রিল থেকে এ নিয়ে কড়াকড়ি শুরু হচ্ছে।
রাজস্থানের জয়পুর পৌরসভার পক্ষ থেকে প্রায় ৪ হাজার কসাইখানা বন্ধ করা হবে। গোশত বিক্রেতা সংগঠনের প্রধানের দাবি, এই চার হাজারের মধ্যে ৯৫০ কসাইখানার আইনি স্বীকৃতি ছিল। কিন্তু গতবছর ৩১ মার্চের পর আবেদন করা সত্ত্বেও তাদের লাইসেন্স আর নবায়ন করা হয়নি। গোশত ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল রাকুফ কুরেশি জয়পুর পৌরসভার ওই সিদ্ধান্তের বিরোধিতা করবেন বলে জানিয়েছেন।
সুত্র : পার্সটুডে
অগ্রদৃষ্টি.কম // এমএসআই