এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ ২০১১ সালের ১৫ জানুয়ারি নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ঘাসিরদিয়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহতদের স্মরণে নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে নির্মিত স্মৃতি-স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে।
১৫ জানুয়ারী রোববার সকাল ১০টায় ঘাসিরদিয়া এলাকায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ১০ পুলিশ সদস্যদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম বিপিএম নিহত পুলিশ সদস্যদের স্মরণে স্মৃতি-স্তম্ভে পুষ্পস্তবক প্রদান করেন। বেলাব থানা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন, বেলাব থানার ওসি বদরুল আলম খান, ওসি (তদন্ত) আরিফুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শফিউর রহমান, সহকারী পুলিশ সুপার রেজোয়ান আহমেদ, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান, ডিআইও-১ শহিদুর রহমান, শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান, বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান, ওসি (তদন্ত) আরিফুর রহমান প্রমুখ।
শ্রদ্ধাজ্ঞাপনকালে নিহত পুলিশ সদস্যদের আত্নার মাগফেরাত কামনায় দোয়ার মোনাজাত অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষ্যে নরসিংদী জেলা পুলিশ লাইনসহ বেলাব থানায় মিলাদ-মাহ্ফিল ও দোয়ার আয়োজন করা হয়।
বলাবাহুল্য যে, ২০১১ সালের ১৫ জানুয়ারী নরসিংদী জেলা পুলিশ লাইনে নির্বাচনী ব্রিফিং উপলক্ষ্যে এক সভায় যোগ দেয়ার উদ্দ্যেশ্যে বেলাব থানা থেকে নরসিংদী আসার পথে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ঘাসিরদিয়া (পুকুরপাড়) নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ১০ পুলিশ সদস্য নির্মমভাবে প্রাণ হারায়। ঘটনার দিন ট্রাকের সাথে পুলিশ পিক-আপের মুখোমুখী সংঘর্ষে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সহ ১০ জন পুলিশ সদস্য ঘটনাস্থলেই নিহত হয়।
নিহতরা হলেন, বেলাব থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ খান (৪২), ইন্সপেক্টর তদন্ত জিয়াউল হক খান (৪০), এস,আই কংকন কুমার মন্ডল (৪৬), কনস্টেবল কৃষ্ণকান্ত বর্মন (৪০) কনস্টেবল রিয়াজ (৩৮), কনস্টেবল বজলু (৩৪), কনস্টেবল মাসুদ পারভেজ (৩৬), কনস্টেবল নারায়ণ চন্দ (৪০), ড্রাইভার রেজাউল করিম (৩৫) ও কনস্টেবল প্রিয়তোষ (৩৬)।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই