আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে নবম শ্রেণির একছাত্রী পরীক্ষায় পাস না করতে পারায় আত্মহত্যা করেছে বলে তার বাবা-মা অভিযোগ করেছেন।
দুই শিক্ষক ইচ্ছে করে তাদের বিষয়গুলোতে ফেল করাচ্ছেন বলে ছাত্রীটি নিজেই আশঙ্কা প্রকাশ করেছিল বাবা-মায়ের কাছে।
মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফেরার পর ওই ছাত্রীর বাবা-মা প্রথমে দরজা বন্ধ দেখতে পান। দরজা ভেঙে ভেতরে ঢুকে আবিষ্কার করেন মেয়ে গলায় দড়ি দিয়ে ঝুলছে।-খবর বিবিসি অনলাইনের।
স্কুল অবশ্য বলছে, ওই ছাত্রীটির পুনরায় পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু হাসপাতালে নেয়া হলেও তাকে বাঁচানো যায়নি।
শুধু এই ছাত্রীটি নয়- ভারতে প্রতি ৫৫ মিনিটে একজন ছাত্র বা ছাত্রী আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।
তথ্য বলছে- তাদের একটি বড় অংশই পরীক্ষায় কম নম্বর পাওয়া, উচ্চশিক্ষার জন্য ভালো কলেজ-বিশ্ববিদ্যালয়ে সুযোগ না পাওয়া বা জীবনে প্রতিষ্ঠিত হওয়া-এ রকম নানাবিধ চাপের মধ্যে বড় হচ্ছে।
আর এগুলোর কোনো একটা পর্যায়ে ব্যর্থ হলেই নিজের জীবন শেষ করে দেয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলছে।
স্কুল আর বাড়ি- চাপ আসে দুই জায়গা থেকেই।