আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক আগ্রাসনে মালয়েশিয়া অংশ নিয়েছে বলে সংবাদ মাধ্যমে যে খবর এসেছে তার নিন্দা জানিয়েছেন দেশটির সামরিক এবং পুলিশ বাহিনীর একদল সাবেক কর্মকর্তা।
দি ন্যাশনাল প্যাট্র্রিয়ট এসোসিয়েশন বা এনপিএ’র প্রধান মোহাম্মদ আরশাদ রাজি (মঙ্গলবার) এক বিবৃতিতে বলেছেন, “কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে যে মালয়েশিয়ার সামরিক বাহিনীর কিছু কর্মকর্তা ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রসনে অংশ নিয়েছেন।”
আরশাদ বলেন, “আল জাজিরার প্রতিবেদন যদি সত্য হয় তাহলে সৌদি নেতৃত্বাধীন জোটে মালয়েশিয়ার অংশ নেয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংকটে দেশের সামরিক কর্মকর্তাদের জড়ানোর বিরুদ্ধে আমরা কড়া প্রতিবাদ জানাচ্ছি।”
গত জানুয়ারিতে জাতিসংঘের একটি বিশেষজ্ঞ প্যানেল জানিয়েছিল, রিয়াদে অবস্থিত সৌদি জোটের প্রধান দফতরে যেসব দেশের কর্মকর্তারা কাজ করছেন তাদের মধ্যে মালয়েশিয়ার কর্মকর্তারাও রয়েছেন। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসন যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হওয়ার ব্যাপারে সতর্ক করে দিয়েছিল ওই প্যানেল।
এদিকে, মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি হিশামুদ্দিন হোসেইন বলেছেন, “ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করতে নয় বরং উদ্ধার এবং জরুরী ত্রাণ তৎপরতার বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে মালয়েশিয়ার সেনারা সৌদি আরব গেছেন।” সৌদি সীমান্তের ভেতরে উপস্থিতি বজায় রাখার ব্যাপারে নেয়া আমাদের নীতিতে কোনো পরিবর্তন আসেনি বলেও জানান তিনি। (পার্সটুডে)