নিজস্ব প্রতিবেদকঃ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ন্যায় প্রায় ৩লক্ষ প্রবাসী বাংলাদেশীর কর্মস্থল কুয়েতেও দেশটির বাংলাদেশী অধ্যুষিত হাসাবিয়া অঞ্চলের বড় মসজিদে প্রায় পঁয়ত্রিশ হাজার প্রবাসীরা একসাথে স্থানীয় সময় সকাল ৫:০৩ মিনিটে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
প্রতি বছরের মত এবারও প্রায় ১৮ স্থানে বাংলা খুৎবা সহ নামাজ পড়ার সুযোগ পান বাংলাদেশীরা। সেসব স্থানে বাংলাদেশী প্রবাসিদের বিপুল সমাগম দেখাযায়। প্রবাসীদের ঈদের বৃহত্তম জামায়াত অনুষ্ঠিত হয় দেশটির বাংলাদেশী অধ্যুষিত হাসাবিয়া এলাকার বড় মসজিদে।
এদিকে ঈদের জামায়াতে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে কুয়েতের প্রতিটি মসজিদে দোয়া করা হয় এবং নামাজ শেষে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা একে অন্যের সাথে ঈদের শুভেচ্ছে বিনিময় করেন।