এসময় তিনি বলেন, “সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের একটি বিশেষ পার্টনারশিপ রয়েছে। এধরনের একটি আয়োজনে বাংলাদেশের শ্রমবাজার বিশ্বের কাছে পরিচিতি পাবে। গত ২ বছর ধরে এ প্রদর্শনীতে বাংলাদেশ থেকে একটি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আগামীতে যাতে আরও বেশি প্রতিষ্ঠান অংশ নিতে পারে এজন্য দূতাবাস প্রয়োজনীয় উদ্যোগ নেবে।”
এসময় তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন প্রতিরক্ষা উপদেষ্ঠা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদ সিদ্দিকীম ও শ্রমকল্যাণ কাউন্সেলর মো. মেহেদী হাসানসহ দূতাবাসে কর্মকর্তারা।
‘বাংলাদেশ হিউম্যান ক্যাপিটালের’ প্রধান নির্বাহী মোহাম্মদ আবু নাঈম বলেন, “বিদেশে দক্ষ-আধাদক্ষ জনশক্তি রপ্তানি করে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মুজিববর্ষে ৭ লাখ জনবল বিদেশে পাঠানো প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিকল্পনা বাস্তবায়ন করতে এ আয়োজনে অংশ নেয়া। ইতোমধ্যে বাংলাদেশ থেকে দক্ষ এবং আধাদক্ষ কর্মী নিয়োগের বিষয়ে নিয়োগকর্তাদের ধারণা দেয়া হচ্ছে।”
সূত্র, বিডিনিউজ২৪.কম