লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার একই গ্রামের তিনজন সৌদি আরবে মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম ও এলাকার নেমে এসেছে শোকের ছায়া।
মঙ্গলবার (০১ নভেম্বর) বিকেলে সৌদি আরবের আল সাহাবিয়া মল এলাকা থেকে আবদুল হাই ও জসিম উদ্দিনের গলা কাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জসিমের চাচাতো ভাই লিটনের মৃত্যু হয়।
তারা তিনজন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগমুদ গ্রামের বাসিন্দা। তারা প্রত্যেকে একে অপরের নিকট আত্মীয়।
জানা গেছে, জসিম উদ্দিন সৌদি আরবে ফুফাতো ভাই আবদুল হাইকে গলা কেটে হত্যা করে। পরে জসিম নিজের গলা কেটে আত্মহত্যা করে। গত কয়েকদিন আগে জসিমের চাচাতো ভাই লিটন সৌদি আরবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। তার মরদেহ সৌদি আরবের একটি হাসপাতালে রয়েছে। শনিবার জসিম চাচাতো ভাইয়ের মৃতদেহ হাসপাতালে দেখে আসার পর থেকে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে।
তাদের মৃত্যুর খবর সৌদি থেকে রামগঞ্জে মোবাইল ফোনে পৌঁছলে পরিবারে শোকের মাতম নেমে আসে।