জাকির সিকদারঃ সোনালী ব্যাংক ধামরাই শাখায় ডাকাতির চেষ্টার ঘটনায় র্যাব বাদী হয়ে শুক্রবার গভীর রাতে ধামরাই থানায় পৃথক ৪টি মামলা দায়ের করেছে। র্যাব-৪ এর ওয়ারেন্ট অফিসার বকতিয়ার বাদী হয়ে আটক হওয়া শিশু সন্তাটিকে বাদ দিয়ে পাঁচ ডাকাত সদস্যের নাম উল্লেখ করে অস্ত্র, মাদক, ডাকাতি চেষ্টা ও অপমৃত্যু আইনে পৃথক এ চারটি মামলা দায়ের করেন। গতকাল শনিবার আসামীদের ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। ধামরাই পৌর শহরের প্রধান বাজারে হাজী রিয়াজ প্লাজার দ্বিতীয় তলায় সোনালী ব্যাংক লিমিটেড-এর ধামরাই শাখা কার্যালয়। ওই ব্যাংকের উপরে তিন তলায় আবাসিকের চারটি কক্ষ স্বামী-স্ত্রী ও ব্যবসায়ী পরিচয় দিয়ে মাসিক নয় হাজার টাকা ভাড়ার মৌখিক চুক্তিতে তিন মাস আগে বাসা ভাড়া নিয়ে গত ৮ জানুয়ারী থেকে ডাকাত চক্রের কয়েক সদস্য বসবাস করতে থাকে। এরপর ওই চক্রের সদস্যরা তাদের বেড রুমের ফ্লোরের ২ বর্গফুটের একটি টাইলস উঠিয়ে কংক্রিটের ২ থেকে আড়াই ইঞ্চি গর্ত করে। যখানে গর্ত করা হয় ঠিক তার নিচেই ব্যাংকের টাকা রাখার ভল্ট বা স্ট্রং রুম রয়েছে। শুক্রবার, শনিবার ও রবিবার সরকারী ছুটি থাকার সুযোগে ডাকাতদের ব্যাংক লুট করার পরিকল্পনার খবর গোয়েন্দা নজরদারীতে রাখে সাভার নবীনগর র্যাব-৪ এর সদস্যরা। বৃহস্পতিবার গভীর রাত অর্থাৎ শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে র্যাব-৪ এর সদস্যরা ওই রিয়াজ
প্লাজার তৃতীয় তলায় অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মাসুক ওরফে মাসুদ নামের এক ডাকাত সর্দার নিহত হন। পরে সেখান থেকে ৩ জন পুরুষ, ২ জন নারী ও আট বছরের এক ছেলে শিশুকে আটক করে এবং একটি পিস্তল, চার রাউন্ড গুলি, ছাদ কাটার যাবতীয় সরঞ্জাম ও ৩৫টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। এ ঘটনায় র্যাব-৪ এর ওয়ারেন্ট অফিসার মোঃ বখতিয়ার রহমান বাদী হয়ে ব্যাংক ডাকাতির চেষ্টা, অস্ত্র আইন, মাদক ও অপমৃত্যু মামলা করেন।
আটককৃতরা হলেন, লক্ষ্মীপুর জেলার মহাদেবপুর গ্রামের মৃত সৈয়দ আহম্মদের ছেলে সবুজ, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার দক্ষিণ লস্করপুর গ্রামের আফজাল শেখের ছেলে রিয়াজুল ইসলাম, চাঁদপুর জেলার হাইমচর থানার উত্তরপাড়া বগুলা গ্রামের আজিজুল হক দেওয়ানের ছেলে বাদশা মিয়া দেওয়ান, ঢাকা জেলার দক্ষিণ কেরানিগঞ্জের হাবিবনগর গ্রামের আবদুল মালেকের মেয়ে ও লিটনের স্ত্রী রুমানা বেগম (২৮), ঢাকা উত্তরা থানার দক্ষিণখান হাজী মার্কেট এলাকার শফিকুল ইসলামের মেয়ে ও মেহেদী হাসানের স্ত্রী শিলা (২৩)। রোমানার সাথে তার ৭ বছরের ছেলেও রয়েছে। তাদের বিরুদ্ধে ধামরাই থানায় ডাকাতি মামলা নং-১৪, অস্ত্র আইন মামলা নং-১৫, মাদক দ্রব্য মামলা নং-১৬ ও অপমৃত্যু মামলা নং-৬। ধামরাই থানার উপ-পুলিশ পরির্দশক (এস আই) নিজাম উদ্দিন দেওয়ান ওই ৪ টি মামলা তদন্ত করেন বলে জানান ধামরাই থানার ওসি মোহাম্মাদ রিজাউল হক।
এ ঘটনায় সোনালী ব্যাংকে ডাকাতি চেষ্টাকালে আটককৃত রুমানা আক্তার ও শিলা আক্তার জানান, তাদের মোটা অংকের টাকা দেওয়ার কথা বলে ডাকাত সর্দার মাসুক ভাড়া করে আনেন শুধু বাসায় থাকবে বলে জানায়। কিন্তু তারা জানতো না ব্যাংক ডাকাতি করা হবে। তারা আরো জানান, সংসারে অভাব ও অনটন রয়েছে বলে স্বামীর সাথে অভিমান করে মাসুকের ফাঁদে পা দেয়।
এ বিষয়ে ধামরাই থানার উপ-পুলিশ পরির্দশক (এসআই) নিজাম উদ্দিন বলেন, আসামীদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি অরো বলেন, র্যাবের গুলিতে নিহত ডাকাত সর্দার মাসুকের কাছ থেকে বাসা ভাড়া দেওয়ার সময় ২ লাখ টাকা অগ্রিম নিয়েছে রিয়াজ প্লাজার মালিক রেজাউল করিম। এসআই আরো বলেন, বাড়ীর মালিক এর সাথে জড়িত আছে কি না তা তদন্তে বের হয়ে আসবে।
এ ব্যাপারে ধামরাই অফিসার ইনচার্জ রিজাউল হক বলেন, গাজীপুরে শাহাজালাল ব্যাংক ডাকাতি থেকে শুরু করে বড় বড় ডাকাতি সংঘঠিত করেছে এ চক্রয়টি এটা নিশ্চত। তিনি অরো বলেন, আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী সক্রিয় বিধায় ধামরাই শাখা সোনালী ব্যাংকে ডাকাতি করতে পারেনি তারা।