সৈয়দ ছাদেক আহমেদ বিশেষ প্রতিনিধি ওল্ডহ্যাম:: সোনারবাংলা গ্রুপের উদ্যোগে গত ৬ই অক্টোবর মঙ্গলবার প্রথমবারের মত অনুষ্টিত হলো ওল্ডহ্যাম বাউল উৎসব ২০১৫ ওল্ডহ্যামের স্থানীয় ইস্টার্ন পাভিলিয়ান ব্যাংকুইটিং হলে। কয়েক শতাধিক সঙ্গীত পিপাসুদের অংশগ্রহনে অনুস্টানটি হয়ে উঠেছিলো এক মিলনমেলায়। লন্ডন,বার্মিংহাম,কভেন্ট্রি,লিভারপুল,শেফিল্ড,লিডস,ব্রাডফোর্ড,নিউকাসল,ডার্লিংটন ও ম্যানচেষ্টার সহ বৃটেনের বিভিন্ন শহর থেকে তারা উপস্থিত হয়েছিলেন বন্ধু-বান্ধব নিয়ে এই বাউল উৎসবে।
সোনারবাংলা গ্রুপের চেয়ার সৈয়দ ছাদেক আহমদের প্রানবন্ত উপস্থাপনায় প্রথমবারের মত অনুস্টিত এই বাউল উৎসবে অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাউন্সিলার মন্তাজ আলী আজাদ, গ্রেটার ম্যানচেষ্টার বাংলাদেশ এসোসিয়েষনের চেয়ারম্যান আব্দুল নাসের ওয়াহাব,কমিউনিটি নেতা ফারুক আহমদ এমবি, বিশিষ্ট কবি ও রাজনীতিবিদ ওল্ডহ্যাম আওয়ামীলীগের সভাপতি ইলিয়াস উদ্দিন আহমদ, জাষ্টহেল্প ফাউন্ডেষন চেয়ার সাংবাদিক মিজানুর রহমান মিজান, বিশিষ্ট রাজনীতিবিদ কবি ও গীতিকার সৈয়দ দুলাল,নর্থইস্ট আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান, নিউকাসল আওয়ামীলীগের সভাপতি সৈয়দ লতিফ,ম্যানচেষ্টার সিটি আওয়ামীলীগের সভাপতি শাহ আব্দুল মুনিম,সিনিয়র সহ-সভাপতি ওয়েছ কামালী,সাধারন সম্পাদক জাফর আহমদ,জাহাঙ্গীর আলম,লিভারপুল বাংলা প্রেসক্লাবের চেয়ারম্যান শেখ ছুরত মিয়া আছাব।
আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন শাহ সুলতান ও ওবায়েদুর রহমান তুহিন। সঙ্গীত পরিবেশন করেন বাউল টুনু মিয়া,শতাব্দী কর,মমতা দাস,সামছ তামান্না ও অমিত সহ স্থানীয় শিল্পীবৃন্দ। বাউল উৎসবের মিডিয়া পার্টনার ছিলো স্টার মিডিয়া প্রোডাকশন। ভেনু পার্টনার ছিলো ইস্টার্ন পাভিলিয়ান ব্যাংকুইটিং হল ওল্ডহ্যাম। স্পনসর হিসাবে ছিলো বারিন্দা গ্রুপ ম্যানচেষ্টার,স্পাইস লাউন্স লিভারপুল,বম্বে ৮ রেষ্টুরেন্ট ওয়ারিংটন, ইউরো লিনেন ওল্ডহ্যাম,ইভা এক্সপ্রেস ওল্ডহ্যাম,জেএমজি কার্গো ম্যানচেষ্টার, জারা ফ্যাসন ম্যানচেষ্টার,লার্ক ইভেন্টস ম্যানেজমেন্ট। অনুষ্টানকে সফল করতে সহযোগিতা করেছেন ইস্টার্ন পাভিলিয়ান ব্যাংকুইটিং হলের স্বত্বাধীকারী এম আহমেদ জুনেদ,দাদু ভাই ফাউন্ডেষনের চেয়ার সইল মিয়া, মো: লুতফুর রহমান,দুলাল মিয়া,মোশাহীদ আলী,মশারফ মিয়া,আহমদ আলী, সাহাবুদ্দিন আহমদ রুহেল,সাদিকুর রহমান,মো: তখলিছ মিয়া,আকিকুর রহমান রাজন,সামসুদ্দীন চৌধুরী ফয়সল,মো: ইকবাল সমুজ,শাহ সোহেল আহমদ,এনাম ইসলাম ও জুবের আলম সহ আরো অনেকে।