আ হ জুবেদ::: কুয়েতের ফাহাহিল সিটিতে মৌলভীবাজার জেলা’র কুয়েত প্রবাসীদের উদ্যোগে সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর প্রয়াণে এক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গতকাল ১৭ই সেপ্টেম্বর ২০১৫ইং রোজ বৃহস্পতিবার রাত ১০ ঘটিকায় কুয়েতের ফাহাহিল সিটিস্থ জনতা রেস্টুরেন্টে উক্ত শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
এতে মৌলভীবাজারের কৃতিসন্তান তরুণ উদীয়মান রাজনৈতিক,সামাজিক সংগঠক, বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি লিডার ও কুয়েত বিজনেস কাউন্সিলের সদস্য এস আই ফয়সাল আহমেদের সভাপতিত্বে ও তরুণ উদীয়মান সংগঠক আসাদ উদ্দিন হাসানের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন কুয়েতের সুনাম ধন্য ব্যবসায়ী, মারাফিয়া কুয়েত কোম্পানির সত্বাধিকারী,বাংলাদেশ কমিউনিটি কুয়েত’র সভাপতি ,মর্ণিং গ্লোরি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্টাতা চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক শহীদ ইসলাম (পাপুল)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজনীতিবিদ আব্দুর রহমান/ ব্যবসায়ী,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক মিহির কান্তিপাল/ ব্যবসায়ী,সামাজিক সংগঠক মাওলানা অসাদুজ্জ্জামান/ ব্যবসায়ী সামাজিক সংগঠক, এমডি সেলিম/ বৃহত্তর সিলেট প্রবাসী সমবায় সমিতি কুয়েত’র সভাপতি ইউনুছ মতিন/রাজনৈতিক,সামাজিক সংগঠক এ কে আজাদ/রাজনৈতিক,সামাজিক সংগঠক রিপন আহমেদ /সামাজিক সংগঠক জসিম আহমেদ/মতিউর রহমান নুপুর/ শাহরুখ আহমেদ/শেখ নিজামুর রহমান (টিপু) দৃষ্টিনন্দন সিলেট’র সম্পাদক প্রমুখ।
এছাড়াও বিভিন্ন শ্রেণী ও পেশায় নিয়োজিত প্রবাসীদের বৃহৎ একটি অংশ উক্ত শোকসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
এদিকে উক্ত শোকসভা ও দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে নেতৃবৃন্দরা মরহুম সৈয়দ মহসিন আলী’র সফল জীবনের গৌরবময় ইতিহাস নিয়ে আলোচনা করেন এবং স্মৃতিচারণ করেন এই মহান ব্যক্তির নানান গুণে গুণান্বিত অতীত নিয়ে।
তাছাড়াও উক্ত শোকসভা ও দোয়া মাহফিল চলাকালীন ভিডিও কনফারেন্সে এর মাধ্যমে মূল্যবান বক্তব্য রাখতে গিয়ে প্রয়াত সৈয়দ মহসিন আলীর ভাই সৈয়দ সালমান আলী বলেন, আপনারা আমার শ্রদ্ধেয় ভাইয়ের রূহের মাগফেরাত কামনা করে সুদূর প্রবাসের মাটিতে মৌলভীবাজারের কৃতিসন্তানরা এই বিশাল আয়োজন করেছেন এতে আমি সহ আমার পুরো পরিবার আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং আপনাদের কাছে আমার অনুরোধ বিশেষ করে আপনারা সবাই আমার মরহুম ভাইয়ের জন্যে দোওয়া করবেন।
মৌলভীবাজারে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় সমাহিত হলেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। রাষ্ট্রীয় মর্যাদায় শহরের সৈয়দ শাহ মোস্তফা (রহ.) মাজার প্রাঙ্গণস্থ কবরস্থানে সমাহিত হন রণাঙ্গনের এই বীর মুুক্তিযোদ্ধা। এর আগে সিঙ্গাপুর, সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার তিনদফা জানাজা অনুষ্ঠিত হয়। মহসিন আলীর কফিনে শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ মন্ত্রিপরিষদের সদস্যরা। এছাড়া, কেন্দ্রীয় শহীদ মিনারে এই বীরমুক্তিযোদ্ধার কফিনে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, সুশীল সমাজের প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নানা শ্রেণী-পেশার মানুষ। উল্লেখ্য, গত ১৪ই সেপ্টেম্বর সকালে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মহসিন আলী। ১৫ই সেপ্টেম্বর রাতে তার মরদেহ দেশে আনা হয়।