বলিউডে চলছে স্টারডম ডাইনেস্টি। নায়ক কিংবা নায়কের সন্তানদের জন্যই নয়, চরিত্রাভিনেতা বাবা-মায়ের সন্তানও আজকাল দাপিয়ে বেড়াচ্ছেন মিডিয়া। এককালে এই একচ্ছত্রতা কাপুর কিংবা তদ্রুপ বড় মাপের তারকা পরিবার নির্ভর ছিল।
শক্তি কাপুর, মেহমুদ কিংবা রাকেশ রোশনদের সন্তানরা আজ ঠিকই ছড়ি ঘোড়াচ্ছেন বলিউডি ইন্ডাস্ট্রিতে। সেই দিক থেকে চিন্তা করলে রিমেক আর তারকাসন্তান আথিয়ার বদৌলতে সালমান খান প্রোডাকশন ‘হিরো’ নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে উৎসাহ।
বলিউডি সিনেমায় অ্যাংরি হিরো সুনীল শেঠির সুযোগ্য কন্যা হিসেবে এবার পর্দা কাঁপাতে আসছেন তার কন্যা আথিয়া শেঠি। সুভাস ঘাইয়ের একসময়কার সুপার ডুপার হিট ছবি হিরো। সালমান খান প্রোডাকশন হিসেবে সেই হিরো’ই আবার পা ফেলতে যাচ্ছে রিমেক বাণিজ্যে।
সেই ছবির জন্য যুৎসই নবারুণ হিসেবে আথিয়া প্রথমবারের মতো পা ফেলতে যাচ্ছেন বলিউড জগতে। আথিয়ার আসাটা নিয়ে সুনীল ভক্তদের মধ্যে উত্তেজনার কমতি নেই। ৯২-তে যখন সুনীল সবেমাত্র বলিউডি ইন্ডাস্ট্রিতে নাম লেখাতে শুরু করেছেন তখনই তার পরিবার আলো করে জন্ম আথিয়ার।
স্কুল জীবন থেকেই আথিয়ার বেশ ভালো বন্ধু শক্তি কন্যা শ্রদ্ধা কাপুর, জ্যাকি সন্তানযুগল টাইগার ও কৃষ্ণা শ্রফ। এদের মধ্যে টাইগারের সঙ্গে খুনসুটি বেঁধে থাকলেও শ্রদ্ধা আর কৃষ্ণা ছিল খুব ভালো বন্ধু। কৃষ্ণা এখনও অব্দি সিনেমামুখো না হলেও শ্রদ্ধা কাপুর ঠিকই নিজেকে মেপে তুলেছেন সিনেমায়। একটু দেরি হলেও বান্ধবীকে অনুসরণ করেন আথিয়া।
ছোটবেলায় বাবার শুটিং দেখতে যাওয়া আথিয়া মুগ্ধ হয়ে দেখতেন ঐশ্বর্য রাইয়ের মেক আপ আর সাজসজ্জা। বাসায় সিনে ম্যাগাজিনগুলো নিষিদ্ধ হওয়া সত্ত্বেও ঠিকই খবর রাখতেন কখন কোন ছবি মুক্তি পাচ্ছে। আর সেই অনুযায়ী প্রতি সপ্তাহেই পৌঁছে যেতেন সিনেমা হলে, বন্ধু-বান্ধবসহ ছবি দেখতে। আজ সেই আথিয়া অনেক বড় হয়েছে সময়ের সে াতে। যে সিনেমা হলের সিটে বসে সিটি বাজিয়েছেন বাবার অভিনয় দেখে, সেদিনের ছোট্ট আথিয়া নাচবেন গাইবেন আর অভিনয় করবেন সালমানের প্রযোজনায়। কিন্তু সেই পথচলাটা কতটা সফলতার মুখ দেখবে সেদিকেই আশাপূর্ণ দৃষ্টি সবার।