বিভাগীয় প্রতিনিধি:: শিগগিরই পুর্ণাঙ্গ রুপ পেতে যাচ্ছে সিলেট মহানগর ছাত্রলীগের কমিটি। শিগগিরই পুর্ণাঙ্গ কমিটির গঠনের ব্যপারে কেন্দ্র থেকে সভাপতি সাধারণ সম্পাদককে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
গত বছরের ৪ জুলাই সিলেট মহানগর ছাত্রলীগের সম্মেলণ অনুষ্ঠিত হয়। এরপর ২০ জুলাই কেন্দ্র থেকে আব্দুল বাছিত রুম্মানকে সভাপতি ও আব্দুল আলীম তুষারকে সাধারণ সম্পাদক করে ৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকে এই ৪ সদস্যের কমিটি দিয়েই চলছে সিলেট মহানগর ছাত্রলীগের কার্যক্রম।
এ ব্যপারে সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার সিলেটভিউ২৪ডটকম-কে বলেন, কেন্দ্র থেকে কমিটি পুর্ণাঙ্গ করার ব্যপারে নির্দেশ দেওয়া হয়েছে। পুর্নাঙ্গ কমিটিতে ছাত্রদল-শিবির থেকে বা কোন মামলার আসামী যাতে প্রবেশ করতে না পারে সে জন্য খুব সুক্ষভাবে ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে আইন-শৃঙ্খলা বাহিনীর সহয়তা নেয়া হবে। বিভিন্ন পদে যোগ্যদের স্থান দেওয়ার জন্য সঠিকভাবে যাচাই-বাছাই করেই কেন্দ্রের হাতে কমিটি জমা দেব।
তারা আরো বলেন, প্রকৃত ছাত্র, অবিবাহিত, মেধাবী ও যোগ্যদের দিয়েই হবে মহানগর ছাত্রলীগের কমিটি।
উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র মতে জেলা ও মহানগর শাখার কমিটি ১২১ সদস্য বিশিষ্ট হয়ে থাকে। তবে, পুর্বে বিভিন্ন ইউনিটে প্রয়োজনে ১২১ সদস্যের অধিক সদস্য নিয়ে কমিটি পুর্নাঙ্গ করার প্রচলন রয়েছে।