প্রেস বিজ্ঞপ্তিঃ শেভরন শিক্ষা কর্মসূচীর আওতায় শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, জগৎ
পরিবর্তনের হাতিয়ার হলো শিক্ষা। আর সিলেট অঞ্চলে শিক্ষার মানোন্নয়নে
শেভরন সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কাজ করে যাচ্ছে। দরিদ্র ও মেধাবী
শিক্ষার্থীদের স্বপ্নপূরণে সহায়কের ভূমিকা পালন করছে।
বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি) আজ ২০ সেপ্টেম্বর
রোববার সকালে ২০১৫ সালে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি
ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শেভরন বাংলাদেশ-এর আর্থিক সহযোগিতায় সিলেট মহানগরীর কিশোরী মোহন বালিকা
বিদ্যালয়ে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
বিডিএসসি’র টীম লিডার জহুরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ
অতিথি ছিলেন শেভরন বাংলাদেশ-এর ম্যানেজার (মিডিয়া রিলেশন) বদরুদ্দোজা
বদর, সমন্বয়কারী (কমিউনিটি এনগেজমেন্ট) পারভেজ কামাল পাশা, সিটি
কর্পোরেশনের কাউন্সিলর শামীমা স্বাধীন। বক্তব্য রাখেন, কিশোরী মোহন
বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আহেম্মদ হান্নান, প্রধান
শিক্ষক গৌরা ঘোষ, মীর্জাজাঙ্গাল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক
বাহারউদ্দীন আকন্দ, এয়ারপোর্ট হাই স্কুলের শিক্ষক সালেহ ইবনে শিহাব
রুমেল, নাজিম উদ্দীন, ফারুক আহম্মেদ রনি প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন,
বিডিএসসি’র প্রজেক্ট অফিসার অলিয়ার রহমান, কিশোরী মোহন বালিকা বিদ্যালয়ের
ম্যানেজিং কমিটির সদস্য নাজেহা পারভীন, যামিনী সাংমা প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ ‘গোল্ডেন এ’ প্লাসপ্রাপ্ত পাঁচ শিক্ষার্থীদের
প্রত্যেককে নগদ ছয় হাজার টাকা এবং ’এ প্লাসপ্রাপ্ত‘ ২০ শিক্ষার্থীদের
প্রত্যেককে নগদ পাঁচ হাজার টাকা এবং ক্রেস্ট তুলে দেন।