জাতীয় মহাসড়কে বা বন্দরগামী জরুরি পণ্য, ওষুধ, খাদ্য ইত্যাদি সরবরাহের ক্ষেত্রে প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা শিথিল করতে পারবে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মহাসড়ক ছাড়াও আন্তঃজেলা বা মহানগর থেকে বের হওয়ার জন্য গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রধান প্রধান রাস্তার সংযোগ সড়কে এই নিষেধাজ্ঞা শিথিল রাখতে হবে।
আগামী ১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ চলবে।
আইন-শৃঙ্খলা সভা বুধবার
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে ভোটের দশ দিন আগে আইন-শৃঙ্খলা বিষয়ক বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন।
আগারগাঁওয়ের নির্বাচন ভবন মিলনায়তনে বুধবার এই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনারও উপস্থিত থাকবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব, মহাপুলিশ পরিদর্শক, বিজিবি মহাপরিচালক, র্যাব-আনসার ও ভিডিপি/ডিজিএফআই/এনএসআই মহাপরিচালক; এসবির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক, ঢাকার বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ঢাকা রেঞ্জের উপ মহাপুলিশ পরিদর্শক, দুই রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সব সহকারী রিটার্নিং অফিসারকে বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
ঢাকা সিটির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এর আগে রোববার আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সেখানে তিনি বলেন, নির্বাচন কমিশনকে চাহিদা অনুযায়ী আইনশৃঙ্খলা সংক্রান্ত সহযোগিতা করা হবে। ঢাকার ১৭২টি ওয়ার্ডে ২ হাজার ৪৮৬টি ভোটকেন্দ্রে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র, বিডিনিউজ২৪.কম