গাজীপুর প্রতিনিধি ,মোঃ নুর হোসেন , গাজিপুরের জয়দেপুর থানার সারদাগঞ্জ গ্রামে বাংলাদেশ নির্মান শ্রমিকলীগের উদ্যেগে সাকা চোদুরীর ফাসির রায় সফল করার দাবীতে এক মিছিল মিটিং ও সভার পথিমধ্যে জামাত শিবিরের সন্ত্রাসীদের হামলায় আহাত হয়েছেন ৭ জন।এ ছাড়া স্থণীয় শ্রমিকিলিগের অফিস ভাংচুর ,বঙ্গ বন্ধুর ছবি ও প্রধান মন্ত্রীর ছবি ছিড়ে ফেলেছেন। জানাযায়,কেন্দ্রীয় নেত্রী বৃন্দ্র উক্ত মিছিলে উপস্থিত বিলম্ব হওয়ায় কথিত জামাত শিবিরের সন্ত্রাসী এমারত হোসেন ৪৫),জহির উদ্দীন ৪২),সিরাজুল ইসলাম ৩৫),আরফান ৪৩),জাহিদ হোসেন ৩৫) সহ অনেকে সম্মিলিত ভাবে হামলায় আহত হয়েছেন শ্রমিকলীগের শফিকুল ইসলাম চুটকি৩৫),আক্তার হোসেন ৪০),রাসেল ২৫),ঊজ্জল ২৫),ড়াষীডা বেগম ৩৫),বাবূ মিয়াঁ ২০),মামূণ ২৮) এরা ফুলকি হাউজিং এর সিকিউরিটি সহ ৭ জন আহাত হয়ে স্থানীয় সাস্থ্য সেবা হাস্পাতালে ভর্তি হয়েছেন.উক্ত ঘটনায় জয়দেপুর থানায় অজ্ঞাত ১০/১৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন বাংলাদেশ নির্মান শ্রমিকলীগের সভাপতি আক্তার হোসেন গত ২১ -১১-২০১৫ ইংরেজী। মমলাটি চক্রবর্তি পুলিশ ফারির উপ পুলিশ পরিদর্শক এ আর এম আল মামুন -০১৭১১৩০৮২৮৬ তদন্তের দায়িত্ত্বে আছেন. উক্ত ঘটনায় নিন্দা জ্ঞাপন করেছেন বাংলাদেশ নির্মান শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ নুরুল হক ,সহ সাধারন সম্পাদক খস্রু মোহাম্মোদ আমির ,সাভার উপজেলা শাখা সাধারন সম্পাদক মোঃ নুর হোসেন তীব্র নিন্দা জানিয়েছেন,এছারা স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারন সম্পাদক শাকিল আহমেদ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী.