জাকির সিকদার, সাভার: আশুলিয়া থেকে অপহরণের তিনদিন পর সৌরভ নামের ৭ বছরের এক শিশুকে সাভার থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী চক্রের দুই কিশোরকে আটক করা হয়। রবিবার সকালে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের একথা জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির। আটক পাকুল (১৮) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার হোসেনপুর গ্রামের রাজু মিয়ার ছেলে। জুয়েল (১৬) নামের অপরজন একই জেলা ও থানাধীন সিংহডাঙ্গা গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।ওসি মহসিনুল কাদির জানান, শিশু সৌরভকে গত তিনদিন আগে আশুলিয়া থানার কাঁইচাবাড়ী থেকে কৌশলে অপহরণ করে অপহরণচক্র। পরে মোবাইল ফোনের মাধ্যমে সৌরভের পরিবারের নিকট থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে চক্রটি। পরে ঘটনাটি থানায় জানালে পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে রবিবার মধ্যে রাতে সাভারের হেমায়েতপুরের একটি বাসা থেকে শিশু সৌরভকে উদ্ধার করে। এসময় আটক করা হয় অপহরণকারী চক্রের পাকুল
(১৮) ও জুয়েল (১৬) নামের দুই জনকে। তবে অপহরণের মূল পরিকল্পনাকারী গাফ্ফার মিয়া পালিয়ে যায়। এদিকে শিশু সৌরভকে ফিরে পেয়ে ভীষণ উচ্ছ্বাসিত তার বাবা রাজমিস্ত্রী মোস্তফা কামাল ও তার পরিবার।