অগ্রদৃষ্টি ডেস্কঃ সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্যপ্রযুক্তি গবেষণা ও যোগাযোগ বিষয়ক সম্পাদক বদরুল হাসান জোসেফ।
তিনি এক শোকবার্তায় বলেন, সিটি কর্পোরেশনের যাত্রা শুরুর সাথে বদরউদ্দিন আহমেদ কামরানের নাম ওতপ্রোতভাবে জড়িত। সিলেট পৌরসভার কাউন্সিলর থেকে পৌর চেয়ারম্যান এবং পরবর্তীতে সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র হিসেবে নির্বাচিত হয়ে দলমত নির্বিশেষে সুখে দুঃখে সব সময় সিলেট নগরবাসীর সঙ্গে ছিলেন তিনি। করোনা যুদ্ধে তিনি সিলেটবাসীর পাশে থেকে এখানকার জনগণের জন্য নিরলস কাজ করে গেছেন।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।