গত ১৪/০১/২০১৭ রোজ শনিবার বিকাল ৪ ঘটিকার সময় সানরাইজ সমাজকল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত সানরাইজ পি এস সি মেধা বৃত্তি পরীক্ষা-২০১৬ এর ফলাফল ঘোষণা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্টিত হয়। উক্ত অনুষ্ঠানে সানরাইজ সমাজকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা ও ৬ নং আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ফজলুল হক বাদশা সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ রফিকুর রহমান মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সিদ্দেক আলী মহোদয়, ভাইস চেয়ারম্যান, কমলগঞ্জ উপজেলা পরিষদ, জনাব জুয়েল আহমদ, মেয়র, কমলগঞ্জ পৌরসভা, জনাব মোঃ মঈন উদ্দিন, সহকারী অধ্যাপক, সরকারী ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, কুমিল্লা, জনাব আব্দুল আহাদ,এডভোকেট জজ কোর্ট, মৌলভীবাজার, জনাব হাফেজ আব্দুল ওয়াহাব, সম্পাদক, আল ইসলাহ, কমলগঞ্জ থানা, জনাব মোঃ মশাঈদ আলী, সম্পাদক, রোভার স্কাউটস, কমলগঞ্জ। এছাড়াও উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব সাহেদ আহমদ, চিতলীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শিবানন্দ কৈরী, যোগীবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব দেবাশীষ দেব, সহকারী শিক্ষক জনাব আব্দুল আহাদ সিদ্দিকী, ফরিদ মিয়া, ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম শামীম, ইউপি সদস্য আমিরুন নেছা আলিক, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, আলীনগর ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মদরিছ আলী, বর্তমান সম্পাদক মোঃ শামীম আহমেদ, আলীনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবুল আহসান রাজীব, সাধারন সম্পাদক রুহিত আহমদ, কমলগঞ্জ কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হামীম মাহমুদ জয়। জনতা ব্যাংক, বড়লেখা শাখার অফিসার, সানরাইজ সমাজকল্যাণ পরিষদের অন্যতম পৃষ্ঠপোষক জনাব মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম পর্বের আলোচনা সভার শেষে ২য় পর্বে ফলাফল ঘোষনা করা হয় সানরাইজ পিএস সি মেধা বৃত্তি পরীক্ষা-২০১৬। মেধা তালিকায় স্থান অর্জনকারী ১ম ৫ জনকে নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। ১ম স্থান অর্জন করে বিএফ শাহীন কলেজের ছাত্রী জারিন মোসাররাত ইভা, ২য় স্থান অর্জন করে গকুলনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র মোঃ জাবেদ ওমর, ৩য় স্থান অর্জন করে বিএফ শাহীন কলেজের ছাত্র আল তাকীন সিদ্দিকী, ৪র্থ স্থান অর্জন করে হাটখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী তুষ্টি রানী দেবী, এবং ৫ম স্থান অর্জন করে কমলগঞ্জ মডেল স্কুলের ছাত্র দেবা সিনহা। সবশেষে অনুষ্ঠানের সভাপতি জনাব ফজলুল হক বাদশা মহোদয় উপস্থিত সকলের দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।