আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বলতে গিয়ে প্রতিবাদের মুখে পড়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। শনিবার লন্ডনে সাদিক খানের এক অনুষ্ঠানে হট্টগোল করেছে ট্রাম্প সমর্থকরা। প্রতিবাদকারীরা মেয়র সাদিক খানের গ্রেফতার চেয়েছে।
শুক্রবার ডোনাল্ড ট্রাম্প ব্রিটেন সফর বাতিল করলে লন্ডনের মেয়র সাদিক খান টুইট করেন। সেখানে তিনি বলেছিলেন, ট্রাম্প বুঝতে পেরেছেন লন্ডন তাকে স্বাগত জানাবে না। তার বিভক্তিকরণ এজেন্ডা এখানে খাটবে না। এই ম্যাসেজ তিনি পেয়ে গেছেন।
আর এই টুইট বার্তায় ক্ষেপে যান লন্ডনের ট্রাম্প ভক্তরা। তারা ফ্যাবিয়ান সোসাইটির এক সম্মেলনে ঢুকে পড়ে। সেখানে সাদিক খান বক্তৃতা শুরু করলে ট্রাম্প সমর্থকরা চিৎকার চেঁচামেচি শুরু করেন। সাদিক খান এদেরকে হোয়াইট পেনড্রাগন বলে মন্তব্য করেন। তারা ট্রাম্প ও ব্রেক্সিটের পক্ষে স্লোগান দিতে থাকে। সাদিক খানের গ্রেফতার দাবি করে তারা।
একপর্যায়ে সাদিক খান তার বক্তৃতা বন্ধ রাখেন। পুলিশ প্রতিবাদকারীদের বল প্রয়োগ করে বের করে দেয়। তারপর আবার শুরু হয় সাদিক খানের বক্তৃতা। সূত্র : স্কাই নিউজ