কুয়েত প্রতিনিধিঃ আনন্দ টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক চেকপোস্ট সম্পাদক তরুণ সংবাদ ও মানবাধিকার কর্মী শেখ শাহাউর রহমান বেলালকে গত ২৩ ফেব্রুয়ারি সুন্দর বন কোরিয়ার সার্ভিস মারফত এক চিঠিতে তাকে প্রাণনাশের হুমকি দেয়ায় হয়েছে।
এদিকে সাংবাদিক বেলালের প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, কুয়েত এর সাধারণ সম্পাদক, প্রবাসী সাংবাদিক বাংলা টিভির কুয়েত প্রতিনিধি আ,হ জুবেদ, মাই টিভির কুয়েত প্রতিনিধি আল-আমীন রানা,আরটিভির কুয়েত প্রতিনিধি জালাল উদ্দিন,দৈনিক উত্তরা নিউজ ও সাপ্তাহিক চেকপোস্ট কুয়েত প্রতিনিধি মোঃ বিলাল উদ্দিন এক বার্তায় অবিলম্বে সঠিক তদন্তের মাধ্যমে হুমকিদাতাকে গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির জোর দাবী জানিয়েছেন।


