বাংলাদেশে সাংবাদিকদের ‘হয়রানি বন্ধ ও নিরাপত্তা নিশ্চিত করার’ দাবি জানিয়েছে ফ্রান্সে প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘প্যারিস-বাংলা প্রেস ক্লাব’।
জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় প্যারিসের মেট্রো-হোসের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সভা থেকে এ দাবি জানান তারা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি শাহ সুহেল আহমদ।
বক্তব্য দেন ফ্রান্স-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জি, প্যারিস-বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মনির হোসেন, সহ সভাপতি মোহাম্মদ ইকবাল জাফর, মোহাম্মদ নাজমুল কবির, ফ্রান্স-বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন সাইফুল, শাবুল আহমেদ, চৌধুরী অমিত মারুফ, ইউরো বাংলা প্রেস ক্লাব ফ্রান্স শাখার সভাপতি তাজ উদ্দিন, প্যারিস-বাংলা প্রেস ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সহ সম্পাদক সাহেদ আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইয়াকুব আলী প্রধান, সদস্য রাহমান হাফিজুর ও মোহাম্মদ জাকির হোসেন।
সভায় বক্তারা সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদ জানিয়ে বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রায়ই হামলা ও মিথ্যা মামলার শিকার হচ্ছেন গণমাধ্যমকর্মীরা। বেশিরভাগ ক্ষেত্রে এসব ঘটনার কোন বিচার হচ্ছে না। সাংবাদিকদের উপর ক্রমাগত হামলার বিচার না হওয়ায় জামালপুরের সাংবাদিক নাদিমকে হত্যা করা হয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও হয়রানি বন্ধ করতে হবে।