খেলাধুলা ডেস্ক: আইপিএলের এবারের আসরের প্রথম ম্যাচে সহজ জয় পেল সানরাইজ হায়দ্রাবাদ। রাজস্থান রয়্যালসের দেওয়া ১২৬ রানের লক্ষ্য ৯ উইকেট হাতে রেখেই পেরিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম ম্যাচে বোলিংয়ে আলো ছড়িয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। বাঁহাতি এই স্পিনার আঁটসাঁট বোলিংয়ে নিয়েছেন ২ উইকেট।
রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সোমবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে চতুর্থ ওভারে আক্রমণে আসেন সাকিব। নিজের প্রথম দুই ওভারে দেন ৬ রান করে। তৃতীয় ওভারে দেন ৮ রান।
চতুর্দশ ওভারে বোলিংয়ে ফিরে জোড়া আঘাতে রাজস্থানের দুই থিতু ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন সাকিব। তার আর্ম বল স্লগ করে উড়ানোর চেষ্টায় সীমানায় ধরা পড়েন রাহুল ত্রিপাঠী।
পঞ্চম বলে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ফিরিয়ে দেন রাজস্থানকে এগিয়ে নেওয়া সঞ্জু স্যামসনকে। স্টাম্পের বেশ বাইরে করা স্লো বল বেরিয়ে এসে উড়াতে চেয়েছিলেন স্যামসন। টাইমিং করতে পারেননি, ফিরে যান রশিদ খানের দারুণ এক ক্যাচে। ৪ ওভারে সাকিব ২৩ রানে নেন ২ উইকেট।
টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১২৫ রান করে রাজস্থান। সর্বোচ্চ ৪৯ রান স্যামসনের।
শিখর ধাওয়ানের অপরাজিত ফিফটিতে ৯ উইকেটের সহজ জয় পায় হায়দরাবাদ। ২৫ বল বাকি থাকতে পেরিয়ে যায় ১২৬ রানের ছোট লক্ষ্য।
শিখর ধাওয়ান করেন ৭৭ রান। ৫৭ বলের ইনিংসে শেষ পর্যন্ত ছিল ১৩ চার ও ১ ছক্কা। ১২১ রানের জুটির সঙ্গী অধিনায়ক উইলিয়ামসন ৩৬ রান করতে ১ ছক্কার পাশাপাশি মেরেছেন ৩টি চার।