ড. হাছান মাহমুদ জগলুল হুদা, রাঙ্গুনিয়া: প্রতিটি ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে এলাকার বিভিন্ন পেশাজীবিদের নিয়ে কমিটি গঠন করতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে কার্যকরী ভূমিকা রাখতে হবে। এদেশে জঙ্গিবাদের কোন স্থান নেই। জঙ্গিবাদ নির্মূলে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার ব্যাপক ভূমিকা রেখে চলেছে। সরকারী বরাদ্দ যথাযথভাবে কাজ করতে হবে। এক্ষেত্রে সরকারী কর্মকর্তাদের ভূমিকা অপরসীম। সরকারী বরাদ্দ যথাযথভাবে কাজ না করলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। রবিবার (২৪ জুলাই) রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ এমপি একথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মজুমদারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ, রাঙ্গুনিয়া পৌরসভা মেয়র শাহজাহান সিকদার, উপজেলা ভূমি কর্মকর্তা সুমনি আক্তার, ভাইস চেয়ারম্যান আকতার হোসেন, রেহেনা আক্তার, রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির, কৃষি কর্মকর্তা কারিমা আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাজমুন আখতার, উপজেলা প্রকৌশলী লিয়াকত আলী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলাউদ্দিন আল আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া শফি, সমাজ সেবা কর্মকর্তা আজিজুর রহমান মাসুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, পল্লী বিদ্যুতের ডিজিএম মবিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল বশর মুন্সি, পৌরসভা আওয়ামীলীগ নেতা আসলাম খাঁন, চেয়াম্যানদের মধ্যে বক্তব্য রাখেন ইদ্রিছ আজগর, মো. সেলিম, ফজলুল কবির গিয়াসু, শহিদুল্লাহ চৌধুরী, জামাল উদ্দিন মোস্তফা জাহাঙ্গীর, পেয়ারুল হক চৌধুরী স্বপন প্রমুখ।