ডেস্ক নিউজ : বাংলাদেশের সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম। তিনি বলেন, সংবিধান অনুযায়ী যথা সময়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। গত নির্বাচনে অংশ না নিয়ে বিরোধী দলের মর্যাদা হারিয়েছেন। এবার নির্বাচনে না আসলে দলের নিবন্ধন হারাবেন।
আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভূমখাড়া ও বিঝারী ইউনিয়নে আওয়ামীলীগের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব বলেন।
তিনি বলেন, দেশের জনগণ আর দুর্নীতিবাজ, দেশের অর্থ পাচারকারী, পানামা ও প্যারাডাইস কেলেঙ্কারির হোতা খালেদা জিয়াকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না। যারা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে আগামী নির্বাচনে দেশের মানুষ তাদের নির্বাচিত করবে না।
এসময় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার পাশাপাশি পানামা-প্যারাডাইস কেলেঙ্কারির জন্য খালেদাকে বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, নড়িয়া উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন, পৌর মেয়র বাবু রাড়ী, আওয়ামী লীগ নেতা জহির সিকদার, মিজানুর রহমান বাদল, বাদল হোসেন, জেলা পরিষদের সদস্য আলমগীর হোসেন, এনায়েতউল্যাহ মুন্সী, আলম বয়াতী, ইউপি চেয়ারম্যান খন্দকার আলী হোসেন, শওকত বয়াতী, শাহআলম চৌকিদার, মনির হোসেন সুমন, সানাউল্যাহ, যুবলীগ নেতা স্বপন সিকদার, খালেক খালাসী, জামাল ফকির, ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-বিজ্ঞান সম্পাদক সিপন সিকদার, জেলার আহবায়ক মহসিন মাদবর, নড়িয়া উপজেলার সভাপতি শাহাদত হোসেন রিয়াদ, সখিপুর থানার সভাপতি রাসেল সরদার প্রমূখ।