খাইরুল ইসলাম, ঝালকাঠি থেকেঃ ঝালকাঠি জেলা শহরে শিশু কণ্যা জান্নাতি (৭) কে যৌন নিপীড়নের ঘটনায় ধর্ষণ চেষ্টার অভিযোগে শিশুটির মা বাদী হয়ে শুক্রবার রাতে ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। শিশু জান্নাতি শহরের কৃষ্ণকাঠীর স্থানীয় একটি মাদরাসায় শিশু শ্রেনীর ছাত্রী ও মো: হারুন হাওলাদারের ছোট কণ্যা।
শুক্রবার সকালে জেলা শহরের কৃষ্ণকাঠীর মল্লিক বাড়ির ষাটউর্ধো প্রতিবেশী সুলতান হাওলাদার শিশুটিকে ৫ (পাচঁ) টাকার প্রলোভন দেখিয়ে পরিত্যাক্ত একটি দালানে নিয়ে পা বেধে যৌননিপিড়নের চেষ্টা চালায়। এসময় শিশুটি চিৎকার করলে সুলতান পালিয়ে যায়। পরে শিশুটিকে তার খালা উদ্বার করে সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে এ ঘটনার পর থেকেই নিপীড়নকারী সুলতান এলাকা থেকে পালিয়ে যায়। বর্তমানে অসুস্থ শিশুটি ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি রয়েছে। ঝালকাঠি সদর হসপিটাল’র চিকিৎসক ডা: শাহানাজ সুলতানা জানায়, শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। শিশুটি সবার দিকে তাকিয়ে থাকে আর মাথা নেড়ে প্রশ্নের উত্তর দিচ্ছে। তবে স্বাভাবিক ভাবেই কথা বলছে সে।
ধর্ষণ চেষ্টার শিকার সাত বছরের ঐ কণ্যা শিশুটি স্থানীয় একটি মাদরাসায় শিশু শ্রেণিতে পড়ে। এর আগেও প্রতিবেশী ওই পাষন্ড সুলতান শিশুটিকে টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে শিশুটির পরিবারের অভিযোগ। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হবে বলে জানান। #