অগ্রদৃষ্টি স্পোর্টস ডেস্ক:::জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর। প্রথম ম্যাচের পর তৃতীয় ম্যাচেও উত্তেজনা চরমে পৌঁছায়। ১৮১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১৭৯ রান সংগ্রহ করে সিলেট সুপার স্টারস। ফলে ১ রানে চিটিগাং ভাইকিংসের কাছে হেরে যায় মুশফিকরা। তবে শেষ বল পর্যন্ত রোমাঞ্চ উপভোগ করলেন দর্শকরা।
টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সিলেট সুপারস্টার্সের অধিনায়ক মুশফিকুল রহিম। ব্যাংটিয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে তামিম ইকবালের ৬৯ ও ইয়াসির আলীর ৬৩ রানে ভর করে ৫ উইকেটে ১৮০ রান সংগ্রহ করে চট্টগ্রাম ভাইকিংস।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দুইটায় চিটাগং ভাইকিংস ও সিলেট সুপারস্টারসের মধ্যকার ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বিদেশী খেলোয়াড় নিয়ে জটিলতার কারণে বিলম্বে খেলা শুরু হয়।
দিনের অপর ম্যাচে সন্ধ্যা পৌনে ৭টায় সাকিব আল হাসানের রংপুর রাইডার্স লড়বে মাহামুদুল্লাহ রিয়াদের বরিশাল বুলসের বিপক্ষে।