ঢাকা: দলের ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম-মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের নিয়ে শনিবার (১২ ডিসেম্বর) বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এদিন রাত ৮টায় তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
দলীয় সূত্র জানায়, দশম জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তিতে বিএনপির করণীয়, পৌরসভা নির্বাচনে দলের কৌশল, বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে দলের অবস্থান, সীমিত পরিসরে জাতীয় কাউন্সিল, তৃণমূল পুনর্গঠনের সর্বশেষ অবস্থা, দল পুনর্গঠন এবং চলতি শুষ্ক মৌসুমে আন্দোলন কর্মসূচির ব্যাপারে মতামত গ্রহণের জন্যই এ বৈঠক ডেকেছেন খালেদা জিয়া।
একই বিষয়ে কথা বলতে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া।
সর্বশেষ গত ২৫ নভেম্বর দলের স্থায়ী কমিটির সদস্য ও ঢাকায় অবস্থানরত শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। ওই বৈঠক থেকেই পৌরসভা নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেন তিনি। এরপর ২৬ নভেম্বর ২০ দলীয় জোটের শরিকদের সঙ্গে বৈঠক করেন বিএনপির চেয়ারপারসন।