নিজস্ব প্রতিনিধিঃ ২৮শে সেপ্টেম্বর বিকেল ৫টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ৭৩তম জন্মদিন উপলক্ষে বিশ্বনেত্রী শেখ হাসিনাকে নিবেদিত শান্তি ও সম্প্রীতির কবিতার অনুষ্ঠান পোয়েট্রি এসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজন করেছে।
অনুষ্ঠান উদ্বোধক ছিলেন, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।
আয়োজক সংগঠনের সভাপতি কবি সৌমিত্র দেবের সভাপতিত্বে ও শ্যাম দেবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব ও জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কবি কামাল চৌধুরী ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল(অবঃ) মোহাম্মদ আলী শিকদার,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান ডাঃ মামুন আল মাহতাব, কবি শিহাব শাহরিয়ার,বিশিষ্ট ব্যাংকার নুসরাত হোসেন ও সৈয়দ মহসিন আলী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক আনহার আহমেদ সমশাদ ও সাংবাদিক আ হ জুবেদ।
আবৃত্তি পরিবেশন করেন প্রশান্ত চক্রবর্ত্তী, ও পারভেজ চৌধুরী । সংগীত পরিবেশন করেন সানাম সুমি । স্বরচিত কবিতা পাঠ করেন বদরুল হায়দার, জোহরা রুবী , কাকলী চৌধুরী ও শ্যাম সুন্দর সিনহা।
প্রধান অতিথি কবি কামাল চৌধুরী বলেন,শেখ হাসিনা এখন শুধু দেশের নেত্রী নন। তিনি বিশ্বনেত্রী। তাঁর জন্মদিনে কবিতা পাঠের আয়োজন নিঃসন্দেহে খুব উত্তম একটি কাজ ।