খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও নিরাপদ নন। ষড়যন্ত্রকারীরা যেকোনো ধরনের নাশকতার জন্য তৎপর রয়েছে। শুক্রবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগ আয়োজিত এক আলোচনা সভায় খাদ্যমন্ত্রী এসব করেন।
মন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি না বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট থেকে জামায়াতকে বর্জন করা হবে। বিএনপি যদি জামায়াতকে ত্যাগ করেও, তাহলে সেটা হবে নতুন কৌশল।
কামরুল ইসলাম বলেন, অবস্থা দেখে মনে হচ্ছে- বিএনপি-জামায়াত চুপ হয়ে গেছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। তারা এখনো ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, শেখ হাসিনার সকল অর্জন ম্লান করার জন্য বিদেশীদের হত্যা করা হয়েছে।