নিজস্ব প্রতিনিধি ::: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘পাঁচ দিন ধরে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার উৎসব শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিন্তু হঠাৎ করে মধ্যরাতে তাজিয়া মিছিলের ওপর এই হামলা কেন? তার অর্থ হলো- খুব তাড়াতাড়ি একাত্তরের দুই ঘাতকের দণ্ডাদেশ কার্যকর হতে যাচ্ছে।’
রাজধানীর শিল্পকলা একাডেমীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য নিয়ে ‘তোমার কীর্তি মোদের গর্ব’ শীর্ষক সংবাদচিত্র ও আলোচনা সভায় শনিবার তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘একজন নেতা বা নেত্রী বিদেশে বসে হয়তো দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চালিয়ে যাচ্ছেন। যে সাহসী সে সামনে এসে লড়াই করে। বিদেশে বসে যে লড়াই করে, চক্রান্ত করে; সে কাপুরুষ।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ এমন একটি সংগঠন যারা সামনে থেকে লড়াই করতে পছন্দ করে। বিদেশে বসে লড়াই করে না। লড়াই করতে চাইলে সামনে আসেন। বিদেশে বসে ষড়যন্ত্র করবেন না।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনাদের সঙ্গে আবার লড়াই হবে ২০১৯ সালে। সেই লড়াইয়ে আওয়ামী লীগ জয়ী হবে ইনশাল্লাহ।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন শান্তির দ্বীপ হিসেবে এগিয়ে যাচ্ছে। ঠিক তখনই দুই বিদেশীকে হত্যা করা হলো। পুলিশের ওপর হামলা চালানো হয়েছে।’
সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের প্রভোস্ট নাজমা শাহীন, মুহসীন হলের প্রভোস্ট নিজামুল হক ভূঁইয়া, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ প্রমুখ।