এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি ঃ জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার জনবান্ধব বলে ধর্মীয় উৎসবের আগে সব মানুষকে সমানভাবে আনন্দ ভাগাভাগি করার সুযোগ করে দিতে বিভিন্ন অনুদান বিতরনের কাজ করেছে। যা অতীতের কোন সরকার ভাবেনি। জাতির জনকের কন্যা সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাই কেবল এমন সৃজনশীল চিন্তা ও কর্মকান্ড করেছে। শেখ হাসিনার কল্যানেই সব শ্রেণী-পেশার মানুষের মুখে এখন হাসি ফুটে উঠছে।
২৬ জুন দিনাজপুরের কাহারোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন দূর্যোগে ক্ষতিগ্রস্থ ও ধর্মীয় প্রতিষ্ঠানে উপাসনাকারীদের আহার্য বাবদ ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক ও জিআর’র চাল বিতরণ অন্ষ্ঠুানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোলার সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুস্তম এ জামানের স ালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মামুনুর রশীদ চৌধুরী, ত্রান কর্মকর্তা আব্দুল হাই, কাহারোল থানা ওসি মনসুর আলী সরকার প্রমূখ।
উলেখ্য, অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের ৩২ জনের মাঝে প্রত্যেককে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। এছাড়া ৩৪টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ৩৪ বান টিন ও ৩ হাজার টাকা এবং ৩৩টি ধর্মীয় প্রতিষ্ঠানে ১ মেঃটন করে চাল প্রদান করা হয়। স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের ঐচ্ছিক তহবিল থেকে ৪৯ জনকে ৩ হাজার টাকা করে বিতরণ করা হয়।