স্পোর্টস ডেস্ক: বার্সেলোনার ভাগ্য এখন তাদের হাতে নেই। লা লিগায় তাদের শেষ ম্যাচে জিততেই হবে। রিয়াল মাদ্রিদও যেন তাদের বাকি দুই ম্যাচের কমপক্ষে একটিতে হারে- করতে হবে এই প্রার্থনাও। কিন্তু লুইস এনরিক আশাবাদী মানুষ। তাই তো লিগ শিরোপার আশা ছাড়ছেন না বার্সেলোনা কোচ।
রোববার রাতে নেইমারের হ্যাটট্রিকে লাস পালমাসকে ৪-১ গোলে হারিয়ে শিরোপার আশা জিইয়ে রেখেছে বার্সেলোনা। একই সময়ে রিয়ালও সেভিয়াকে হারিয়েছে একই ব্যবধানে। এখন দুই দলেরই পয়েন্ট ৮৭। তবে গোল পার্থক্যে এগিয়ে থেকে শীর্ষে আছে বার্সা। কিন্তু রিয়ালের হাতে আছে এক ম্যাচ বেশি।
আগামী বুধবার সেল্টা ডি ভিগোর মাঠে খেলবে রিয়াল। জিনেদিন জিদানের দল রোববার লিগের শেষ দিনে খেলবে মালাগার মাঠে। সেই দিন নিজেদের শেষ ম্যাচে বার্সা আতিথ্য দেবে এইবারকে। বাকি দুই ম্যাচ থেকে চার পয়েন্ট পেলেই ২০১২ সালের পর লিগ শিরোপা ঘরে তুলবে রিয়াল।
এই মৌসুমে লিগে বার্সার চারটি হারের দুটিই সেল্টা ভিগো ও মালাগার মাঠে। এই দুই প্রতিপক্ষের মাঠে তাই রিয়ালও হারতে পারে বলে মনে করছেন বার্সা কোচ।
লাস পালমাসের বিপক্ষে জয়ের পর এনরিক বলেছেন, ‘ওদের (রিয়ালের) খুবই কঠিন দুটি ম্যাচ আছে সেল্টা ও মালাগার বিপক্ষে, যাদের কাছে এই মৌসুমে আমরা হেরেছি। যেহেতু আমরা তাদের মাঠে হেরেছি, ওখানে যে কেউ হারতে পারে। আমি নির্দিষ্ট করে বলতে চাই, ভিগোর মাঠে আমরা অনেকবার হেরেছি।’
বার্সা কোচের মূল লক্ষ্য এখন নিজেদের শেষ ম্যাচ জয়ের দিকেই, ‘আমাদের একটা ম্যাচ বাকি আছে। আমাদের পরিষ্কার লক্ষ্য সেই ম্যাচ জিতে আমাদের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ করে দেওয়া।’
আগামী ৩ জুন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। লিগ হাতছাড়া হলে বার্সেলোনার সুযোগ থাকবে কেবল কোপা ডেল রের শিরোপা জয়ের। আগামী ২৭ মে ভিসেন্তে ক্যালদেরনে কোপার ফাইনালে মেসি-নেইমারদের প্রতিপক্ষ আলাভেস।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই