ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে নাশকতার পরিকল্পনার সময় জেলা জামায়াতের আমীর মোস্তফা কামালসহ ৩৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টায় লাঙ্গলখালী ব্রিজ সংলগ্ন উপজেলা মসজিদের ইমাম মাওঃ নুরুল্লাহ’র বাসা থেকে এদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭টি পেট্টল বোমা, সিডি, জিহাদী বই ও লিপলেট উদ্ধার করেছে পুলিশ।
সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, জেলা জামায়াতের আমীর মাওলানা মোস্তফা কামালের নেতৃত্বে নাশকতা মূলক ষড়যন্ত্র করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পরিষদের মসজিদের ঈমাম মাওলানা নুরুল্লাহর বাসায় অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেফতার করা হয়।
অভিযান কালে তাদের কাছে পেট্টোল বোমা ও সরকার বিরোধী লিফলেট পাওয়া যায়। এতে প্রাথমিকভাবে মনে হয়েছে সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতার জন্যই একত্রিত হয়েছে। বিষয়টি অধিকতর তদন্ত করে দেখা হচ্ছে।
গ্রেফতারকৃতদের মধ্যে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওঃ মোস্তফা কামাল, লালমোহন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ লালমোহনের ১১ জন, চরফ্যাশনের ১২ জন, শশীভূষণের ৪ জন, তজুমদ্দিনের ৬ জন, বোরহানউদ্দিনের ১ জন ও ভোলা সদরের ১জন রয়েছে। অন্যরা হচ্ছে মোঃ মুছা কালিমুল্লাহ (১৮), মোঃ আজিমুদ্দিন (৪২), মোঃ ইব্রাহিম (১৯), আহমেদ জোবায়ের(২০), ফয়েজ উল্যাহ (২৫), রাকিব হোসেন (১৮), মতিউর রহমান (১৮), মো. জিহাদ উদ্দিন (১৯), মো. রায়হান (২০), মো. হাসনাইন (১৮), হাসনাইন (১৯), মোঃ লিখন (১৬), আনিছুর রহমান (১৬), মো. জোবাইর (১৪), ইমরান হোসেন (১৪), ফয়সাল (১৪), মোঃ তুহিন (১৭), আরিফ বিল্লাহ (১৭), আমিনুল ইসলাম (১৮), মোঃ রাসেল (২০), লোকমান হোসেন (১৮), মুজাহিদুল ইসলাম সাব্বির (১৪), মেহেদী হাসান (১৯), ইমাম হোসেন (১৭), জসিম উদ্দিন (২০), আল আমিন (১৯) হায়াত মাহমুদ (১৭), হাবিবুর রহমান (২৩), আব্বাস উদ্দিন (১৭), নাজিম উদ্দিন (১৫), মেহেদী হেসেন (১৭), মঞ্জুরুল ইসলাম (২২), শরিফ হোসেন (১৮)। এদের মধ্যে কয়েকজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের বিষয়টিও আইনানুগ ব্যবস্থা নিবেন বলে পুলিশ জানিয়েছেন।