অগ্রদৃষ্টি ডেস্কঃ কুয়েতের ওয়েব ভিত্তিক প্রকাশনা, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক সংবাদ মাধ্যম সহ এরকম সকল গণমাধ্যম পরিচালনার ক্ষেত্রে একটি সঠিক নীতিমালা হিসেবে এক নতুন আইন নং 8/2016 বাস্তবায়ন করতে যাচ্ছে দেশটির তথ্য মন্ত্রণালয়।
এতে উল্লেখ করা হয়েছে, এখন থেকে যেকোনো ওয়েব ভিত্তিক প্রকাশনা, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক সংবাদ মাধ্যমসমূহকে কুয়েত সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন ও লাইসেন্স করিয়ে সেটি পরিচালনা করতে হবে।
তথ্য মন্ত্রী ও যুব বিষয়ক প্রতিমন্ত্রী শেখ সালমান সাবাহ আল-সালেম আল-হামুদ আল সাবাহ বলেন, আমার আশা এবং দৃঢ় বিশ্বাস এই আইনের প্রতি সংশ্লিষ্টরা যথাযথ শ্রদ্ধাশীল হবেন এবং নির্দিষ্ট সময়ের পূর্বে সকল প্রকাশনা তথা গণমাধ্যমসমূহের নিবন্ধন ও লাইসেন্স এর কাজ সম্পন্ন করে নিবেন।
তথ্য মন্ত্রী ও যুব বিষয়ক প্রতিমন্ত্রী আরো বলেন, এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে কুয়েতের প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
সূত্র, আরব-টাইমস ও কুনা