একজন ব্যবসায়ী, একজন স্বপ্নদ্রষ্টা, একজন ধনকুবের ও একজন উদার মনস্ক মুসলমান।
জেলার বহুল পরিচিত “কেব কনফেকশনারি, রহমান সুইটমিট ও কুসুমবাগ শপিং সিটি’র সত্ত্বাধিকারী আব্দুর রহমান ওরপে রুপি মিয়ার প্রয়াণে জেলা সদর ও দেশে-বিদেশে পরিচিতজনদের মাঝে শোকাবহ আমেজ চলছে।
ব্রিটিশ মডেলের নীল রংয়ের গাড়ীতে যাকে খুব মানাতো তিনি আর শহরে প্রান্তরে ঘুরে বেড়াবেন না। সাধারণ মানুষের কাছে তিনি একজন মডেল বা উদাহরণ ছিলেন।
তিনি একজন সংস্কৃতিমনা সুদর্শন মানুষ হিসেবে অনেক খ্যাতি ছিলো।
জেলা শহর মৌলভীবাজারকে স্বাধীনতার পর থেকে ব্যবসাবান্ধব করতে বার বার উদ্যোগ নেয়া মানুষের নাম আব্দুর রহমান রুপি মিয়া।
সুস্থ সংস্কৃতি চর্চায় কুসুমবাগ সিনেমা হল প্রতিষ্ঠা করলেও দেশের সিনেমা জগৎে অসুস্থ সংস্কৃতির কারণে ও পরিবারে সদস্যদের অনুরোধে এবং নিজেও চাইছিলেন বলে ঐতিহাসিক প্রেক্ষাগৃহ বন্ধ করে শপিংমল ও মসজিদ নির্মান করেন।
মসজিদের সকল ব্যয় তিনি একা বহন করতেন।
শহরের কুসুম বাগ এলাকার নামকরণ ও হয়ে যায় উনার স্ত্রী’র নামে। দুরের ও গ্রামের মানুষের কাছে কুসুমবাগ এলাকা অনেক পরিচিত নাম।
তিনি নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার একজন সৌখিন মানুষ ছিলেন। তিনির মালিকানা কুসুমবাগ শপিং সিটিতে লন্ডন বাংলা আবাসন প্রাঃ লিমিটেড ও লন্ডন ফ্যাশন ক্লথ ষ্টোর নামিও আমার অংশীদারী প্রতিষ্ঠান থাকার সুবাদে নানা কারণে প্রয়াত গুণী মানুষের সাথে বিভিন্ন সময়ে আলাপচারিতায় সাফল্য ব্যর্থতার কথা বলতেন।
১৯৯৩ সালে সিংগাপুর রেষ্টুরেন্ট নামে অভিজাত খাবারের প্রতিষ্ঠান করেন।কয়েকবছর ভালো পরিচালনা হলেও অব্যবস্থাপনায় বন্ধ করে দেন।
সিটি হাসপাতাল নামে অত্যাধুনিক প্রাইভেট সেবা প্রতিষ্ঠান ও কয়েকবছর পরিচালিত হওয়ার পর ব্যবস্থাপনার অভাবে বন্ধ হয়ে যায়।
তিনি আমরণ ৫০ টির অধিক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন বলে জানান । ৪ ছেলে ২ মেয়ে সকলই প্রবাসী হওয়ায় সবকিছু তিনি একা’ই পরিচালনা করতেন।তিনি ইচ্ছামত সব করেন বলে ছেলে-মেয়েরা ও বাবার সিদ্ধান্ত গুলো খুশীমত গ্রহণ করতেন।
এছাড়া পাচ তারা হোটেল ” দুসাই রিসোর্ট এর সামনে “বারগার হাউস “নামে খাবার এর প্রতিষ্ঠান গড়ে তোলেন।প্রচারবিমুখ অঢেল সম্পদের সত্ত্বাধিকারী হলেও মৌলভীবাজারকে পরিচিত করার কাজটি তিনি আমরণ করে গেছেন।
জেলা শহরে পার্কিং সুবিধা দিয়ে শপিংমল প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়ে অনেক প্রশংসিত হন।তিনি একজন নিরব দানশীল ব্যক্তি হিসেবে খ্যাতি নিয়ে পরপারে চলে গেলেন। আল্লাহপাক দুনিয়ায় যাকে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন পরকালেও বেহেশতের মেহমান হিসেবে কবুল করুন।
লেখকঃ
আনহার সমশাদ
নির্বাহী সম্পাদক
দৈনিক আপন আলো