রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি ঃ ঝালকাঠির রাজাপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক মাদরাসা ছাত্রী ও তার মায়ের ওপর হামলা চালিয়ে তাদের পিটিয়ে আহত করেছে বখাটেরা। আহত মা ও মেয়েকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার সকালে উপজেলার জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও আহতরা জানায়, জগন্নাথপুর গ্রামের মো. আনছার আলী হাওলাদারের বখাটে ছেলে করিম হাওলাদার একাদশ শ্রেণীতে পড়–য়া ওই মাদরাসা ছাত্রীকে প্রায়ই কু-প্রস্তাব দিত। এতে ভয়ে সম্প্রতি ওই ছাত্রীর মাদরাসা যাওয়া বন্ধ করে দেয় তার পরিবার। রোববার সকালে একা থাকায় করিম তার সহযোগি এমরান ও কবিরকে নিয়ে ঘরে প্রবেশ করে ছাত্রীকে ঝাপটে ধরে। মাদরাসা ছাত্রীর ডাক চিৎকারে তার মা ঘরে উপস্থিত হয়। এ সময় ঐ ছাত্রী ও তার মাকে বেদম পিটিয়ে আহত করে বখাটেরা। স্থানীয় মোজাম্মেল শরীফ ও তৌহিদুর রহমান কিসমত জানায় সকাল ৮ টার সময় বখাটে দুই ভাই ও কবির লাঠি নিয়া ঐ বাড়ীর মধ্যে ঘরে উঠে ছাত্রীর উপর লাঠি দিয়া পিটানো অবস্থায় টেনে হেচঁড়ে ঘরের বাহিরে নিয়ে আসে, ঐ ছাত্রী ও মায়ের চিৎকারে আসে পাশের লোকজন ছুটে আসলে বখাটেরা পালিয়ে যায়, পরে এলাকার লোকজন আহত মা ও মেয়েকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিতসার জন্য নিয়ে যান। রাজাপুর থানার ওসি মুনীর উল গীয়াস জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্ততি চলছে। এবং বখাটেদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।