ডেস্ক নিউজ : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দেশের রাজনীতি এখন আর রাজনীতিবিদদের হাতে নেই। রাজনীতি চলে গেছে ব্যবসায়ীদের হাতে। তিনি বলেন, আজকে কচুয়ার যেই দুরবস্থা এটা সমগ্র বাংলাদেশের চিত্র। দেশে আজ গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন নেই বরং দুর্নীতি ও দুঃশাসন চলছে।
শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে কচুয়া নাগরিক কমিটি আয়োজিত ‘স্বাধীনতা, গণতন্ত্র ও দুর্নীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যেই দেশে দিনে দুপুরে রাস্তায় মিছিল নিয়ে মেয়েদের ওড়না টানাটানি হয় সেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্থহীন। ৭ মার্চের বক্তব্য ছিল দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে কিন্তু দেশে এখন দুর্নীতি ও অপশাসন অনেক বেশি চলছে। দুর্নীতি থাকলে দেশে শান্তি আসেনা। আজকে কোথাও কারো জীবনের নিরাপত্তা নেই। দেশবাসী আজ চরম নিরাপত্তাহীন অবস্থায় আছে।
কচুয়া নাগরিক কমিটির প্রধান সমন্বয়ক শহীদুল্লাহ কায়সারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সাবেক সাংসদ ডা. শহিদুল ইসলাম, সাবেক যুগ্ম সচিব-বীর মুক্তিযোদ্ধা মো. মিজানুর রহমান, বিশিষ্ট সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, সাংবাদিক নেতা জাহাঙ্গীর আলম প্রধান, ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান দেওয়ান মানিক প্রমুখ। সভা পরিচালনা করেন অ্যাডভোকেট মাঈন উদ্দিন মাইনু।
সভায় কচুয়া নাগরিক কমিটির নেতারা বলেন, এক সময়ের শান্তিপূর্ণ কচুয়া আজ মাদক, সন্ত্রাস, দুর্নীতি, দলীয়করণ ও অসুস্থ রাজনীতির কারণে অশান্ত হয়ে উঠেছে। আমরা কচুয়া নাগরিক কমিটি দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে কচুয়ায় গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করবো।