মোঃ বিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরাবাজার ইউপির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ সুর্দশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রীদের উদ্যোগে এস. এস. সি. পরীক্ষায় উর্ওীন ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
গত ৮ এপ্রিল সকালে “গেট টুগেদার” নামে ২০১২ সালে এস. এস. সি. পরীক্ষায় উর্ওীণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়।
শহীদ সুর্দশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সায়েক আহমদ ও রুমন আহমদের মনমাতানো পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অরুণ লাল দেব ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দীপ্তি রাণী দেব।
অনুষ্ঠানের প্রথম পর্বে বিশাল কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন ছাত্রছাত্রী, স্কুল পরিচালনা কমিটিসহ এলাকার বিশিষ্টজনরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ওয়াহিদুর রহমান, রন্জিত কুমার দেব, মৌলানা শফিকুর রহমান, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তরুণ সমাজ সেবক মানব সেবা সংগঠনের টেংরাবাজার ইউপি প্রতিনিধি মোঃ সুজেল খাঁনসহ অনেকে।
বক্তারা বলেন, বিদ্যালয়ের সুনাম রক্ষায় ২০১২ সালে এস এস সি পরীক্ষায় উর্ওীণ ছাত্রছাত্রীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানান।
প্রাক্তন, নতুন ছাত্রছাত্রীদের কুশল বিনীময়ে বিদ্যালয় প্রাঙ্গণ এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।পরে স্হানীয় শিল্পী ও ছাত্রছাত্রীদের পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই