জগলুল হুদা, রাঙ্গুনিয়া : উন্নয়নে বদলে যাচ্ছে রাঙ্গুনিয়ার দৃশ্যপট। বিগত ৭ বছরে যে উন্নয়ন হয়েছে তা স্বাধীনতা পরবর্তী যেকোন সময়ের তুলনায় অনেক বেশি। এসব সম্ভব হয়েছে রাঙ্গুনিয়া সন্তানকে ক্ষমতায় আনার ফলে। বর্তমানে ড. হাছান মাহমুদের হাত ধরে দিনদিন উপশহরে রূপ নিচ্ছে রাঙ্গুনিয়া। বর্তমান রাঙ্গুনিয়ার উন্নয়ন কর্মকান্ডের ব্যয় একটি জেলার চেয়ে কম নয়। শিক্ষা, যোগাযোগ, ব্যবসা, চিকিৎসা, অর্থ, নিরাপত্তা, সর্বোপরি মানুষের মূল চাহিদাগুলো ভোগ করছে রাঙ্গুনিয়ার সব ইউনিয়নের মানুষ। রাঙ্গুনিয়ার ফুটবলার বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছে। আর দিন দিন জেলা এমনকি জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত ক্রীড়ায় অংশগ্রহন করে রাঙ্গুনিয়ার ছেলেরা কৃতিত্বের স্বাক্ষর রাখছে। কিন্তু অন্য ইউনিয়নের ন্যায় সরফভাটার উন্নয়নের দিক থেকে এগিয়ে গেলেও ক্রীড়াঙ্গনে পিছিয়ে পড়ছে। তার কারন একটাই, সরফভাটায় খেলোয়াড় তৈরির জন্য নেই কোন খেলার মাঠ। আর রাঙ্গুনিয়ার উন্নয়নের কান্ডারি ড. হাছান মাহমুদের মাধ্যমে সরফভাটার জনগনকে তাও উপহার দেওয়া হবে। শনিবার (২৯ অক্টোবর) এন.এন.কে ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং আই.আর.ও কান্ট্রি ডিরেক্টর খালেদ মাহমুদ সরফভাটা ইউপি চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় বক্তাদের দাবির প্রেক্ষিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরীর। সংবর্ধনা সভায় ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের স ালনায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরী, আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ মাষ্টার, সামশুল ইসলাম, মোহাম্মদ ইউনুচ, খোরশেদ আলম সুজন, উত্তরজেলা ছাত্রলীগ জিএস আবু তৈয়ব, আওয়ামী লীগ নেতা নবীর হোসেন, আবুল কালাম, সিরাজুল ইসলাম, আবুল কালাম চৌধুরী, মো. হোসেন, নবাব মিয়া, মো. সবুর, আবু তাহের, ইউপি সদস্য মো. আলী, আলমগীর সিকদার, সাইদুল ইসলাম, মো. নাজের, মো. শহিদুল্লাহ, শিরিন আকতার, রিজিয়া আকতার, যুবলীগ নেতা মাহবুব সিকদার, জামাল উদ্দিন, দেলোয়ার হোসেন, হাসান মুরাদ, ব্যবসায়ী মো. হাছান, শরীফ উদ্দিন, আলমগীর সিকদার, মো. আলাউদ্দিন, মো. মফিজ, ছাত্রনেতা সোহেল, সারেক, রাহুল, আতিক, বেলাল প্রমুখ।