রাঙ্গুনিয়া সংবাদদাতা : জীবন চলার পথে মাথার উপর থেকে অনেক আচ্ছাদন সরে যাবে। তাতে হতাশ হলে চলবেনা। জীবনের প্রথম সোপানের সাফল্য অর্জনের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। যদি ধারাবাহিকতা রক্ষা করা না যায় তাহলে পথচ্যুত ঘটবে। অধ্যাবসায়ের মাধ্যমে জীবনের প্রতিটি মুহুর্তকে কাজে লাগাতে হবে। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান হচ্ছে সময়। সময় যদি চলে যায় তা আর ফিরে পাওয়া যাবেনা। সময়ের মধ্যে মূল্যবান সময় হচ্ছে ছাত্রজীবন। এই সময়টাকে যারা সঠিকভাবে কাজে লাগাতে পারবে তিনিই হবেন সফল মানুষ। সাফল্যের শিখরে উঠতে হলে শিক্ষার্থীদেরকে স্বপ্ন দেখাতে হবে অভিভাবকদেরকে। শুধু স্বপ্ন দেখলে হবেনা স্বপ্ন বাস্তবায়নে প্রাণান্তকর চেষ্ঠা থাকতে হবে। স্বপ্নহীন মানুষ সফলতা অর্জন করতে পারেনা ।
শনিবার (১৫ জুলাই) ঢাকাস্থ রাঙ্গুনিয়া সমিতির উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি একথা বলেন। রাঙ্গুনিয়া থানা সদরের সোহাগ কমিউনিটি সেন্টারে ঢাকাস্থ রাঙ্গুনিয়া সমিতির সভাপতি ওবাইদুল কাদেরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবদুল মাবুদের স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী মো. নুরুল আলম, পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, ইউএনও মোহাম্মদ কামাল হোসেন, ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সাবেক সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন খাঁন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়–য়া, বিএমএ’র সদস্য ডা. মো. সেলিম, রাঙ্গুনিয়া কলেজের অধ্যক্ষ মো. আবু ইউসুফ, রাঙ্গুনিয়া সমিতির সদস্য দীপেন সাহা, মাষ্টার আসলাম খাঁন, মো. নুরুল হক, মিজনুর রহমান ও নির্মল কান্তি শীল প্রমুখ।