জগলুল হুদা, রাঙ্গুনিয়া সংবাদদাতা : জীবনটা যুদ্ধ ক্ষেত্র ন্যায়। চলার পথে অনেক বাঁধা বিপত্তি আসতে পারে। তাই এতে বিরতি দেয়া যাবেনা। এই যুদ্ধক্ষেত্রে জয়ী হতে হলে প্রয়োজন উদ্যোম। দারিদ্রতা কোন মেধাবী শিক্ষার্থীকে দমিয়ে রাখতে পারেননা। ইচ্ছা এবং প্রচেষ্টা দারিদ্রতাকে জয় করতে পারে। সমস্ত প্রতিবন্ধকতাকে উপড়ে ফেলে জীবনযুদ্ধে সফলতা অর্জন করতে হবে। মেধার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীর মাঝে দেশাত্ববোধ ও মূল্যবোধ না থাকলে মেধার সঠিক বিকাশ ঘটবেনা। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান বিষয় হচ্ছে সময়। সময় চলে গেলে তা ফেরত পাওয়া যায়না। সময়কে যে সঠিক ভাবে কাজে লাগাতে পারবে সেই জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। জীবন গড়ার মূল ভিত্তি ছাত্র জীবন। ছাত্র জীবনের প্রতিটি মুহুর্তকে জ্ঞান অর্জনের কাজে লাগাতে হবে। জীবনের সব বাঁধাকে উপড়ে ফেলে নিজের অভিষ্ট লক্ষে পৌছাতে হবে শিক্ষার্থীদের। স্বপ্নহীন মানুষ সফলতা অর্জন করতে পারেননা। ছাত্র জীবন হচ্ছে প্রকৃত জীবন গড়ার সময়। পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি শনিবার (২৬ ডিসেম্বর) রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের দু’দিন ব্যাপী শতবর্ষ পূর্তি উদ্যাপন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বক্তব্যে তিনি আরও বলেন, রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় ও রাঙ্গুনিয়া কলেজকে সরকারি করণের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। শতবর্ষ উদ্যাপন পরিষদের সভাপতি সাবেক অতিরিক্ত সচিব আবু সালেহ এর সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাচীন এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র প্রবীন রাজনীতিক সাদেকুননুর সিকদার, অধ্যক্ষ সন্তোষ ভুষন দাশ, মোস্তাফিজুর রহমান, ডা. ইমাম উদ্দিন, ডা. ফজলুর রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক আসলাম খাঁন, উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মজুমদার, ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন খাঁন স্বপন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমূখ।