জগলুল হুদা, চট্টগ্রাম: রাঙ্গুনিয়া উপজেলার রাণিরহাট ইসলামনগর ও সাদেকনগর এলাকায় ১৩ ইটভাটাকে ৫ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ইটভাটায় পোড়ানোর জন্য আনা ৪ হাজার ঘটফুট কাঠ উদ্ধার করা হয়েছে। পরিবেশ দূষণ ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনা করায় মঙ্গলবার অভিযান চালিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন এ জরিমানা করেন। তিনি জানান, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনা এবং কাঠ পুড়িয়ে পরিবেশ দূষণ করায় এ জরিমানা করা হয়েছে। অভিযানে র্যাব, পুলিশ ও পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা সহযোগিতা করেছেন বলে জানান তামিম আল ইয়ামিন।