জগলুল হুদা, রাঙ্গুনিয়া : শপথ গ্রহণের এক মাসের মধ্যে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে প্রায় শতাধিক বাল্য বিয়ে বন্ধ করতে সক্ষম হয়েছেন ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। কৌশলে এলাকার সর্বস্তরের জনসাধারণকে বাল্যবিয়ের ক্ষতিকর দিক সম্পর্কে জানিয়ে নিরুৎসাহিত করার মাধ্যমে তিনি এই ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছেন।
বুধবার (২৮ আগস্ট) সরফভাটা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, ‘আমি ইউনিয়নের জনসাধারণকে বাল্য বিয়ের ক্ষতির দিক সম্পর্কে বুঝাতে সক্ষম হয়েছি বলে এই ধরণের সফলতা অর্জন করতে পেরেছি। এছাড়াও শপথ গ্রহণের এক মাসের মধ্যে আমি বিভিন্ন প্রয়োজনে জনসাধারণ আমার কাছে জন্মনিবন্ধন সংশোধনের জন্য কিংবা নতুন জন্ম সনদ নিতে আসলে আমি এর প্রত্যেকটা দিক অত্যন্ত স্বচ্ছতার সাথে করার চেষ্টা করেছি। আগে বিভিন্ন সময় কোন ধরণের যাচাই বাছাই ছাড়া ইচ্ছেমতো জন্ম নিবন্ধন করার সুযোগ পেতো। আমি দায়িত্ব নেয়ার পর জন্ম নিবন্ধনে জন্ম তারিখ বসানোর সময় বয়সের বিভিন্ন প্রমাণপত্র দেখে তারপরই জন্ম সনদ দিচ্ছি। তাছাড়াও দিনরাত ২৪ ঘন্টা যেখানে বাল্যবিয়ের খবর পেয়েছি সব ধরণের জরুরী কাজ ফেলে সেখানেই ছুটে গিয়ে তা বন্ধ করেছি। অদূর ভবিষ্যতে তিনি কোন ধরণের বাল্যবিয়ে হতে দেওয়া হবে না বলে জানান। এক্ষেত্রে তিনি জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন বলেও জানান। মতবিনিময়কালে তিনি এক সময়ের সন্ত্রাসের জনপদ খ্যাত সরফভাটাকে সবধরণের সন্ত্রাস, ইভটিজিং, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নির্মূলের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
মতবিনিময় কালে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব, সদস্য জগলুল হুদা, আরিফুল হাসনাত, শিক্ষক সৈয়দুল আলম, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম হারুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় তিনি সরফভাটার উন্নয়নে সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র দিকনির্দেশনায় সরফভাটাকে একটি মডেল ইউনিয়নে উন্নীত করতে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।