রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও স্কুল কলেজে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী প্রচারণা চালাচ্ছেন উত্তরজেলা ও রাঙ্গনিয়া পৌরসভা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। প্রচারণাকালে নেতৃবৃন্দ বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ একটি দেশের উন্নয়নের প্রধান অন্তরায়। ধর্মের নামে অন্ধবিশ্বাস মানুষকে এসব পথে ঠেলে দিচ্ছে। কিন্তু এসব সন্ত্রাসী কর্মকান্ডে যারা লিপ্ত তারা দেশ ও মানবতার শত্র“। নেতৃবৃন্দ বলেন, সন্তানের বন্ধু-বান্ধব ও এদের চলাফেরার উপর পরিবারের নজরদারী, সঠিক ধর্মীয় শিক্ষা সর্বোপরি গণসচেতনতা পারে এসব সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করা। তাই এদের রুখতে সকল শ্রেণি পেশার জনসাধারণকে ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে রাঙ্গুনিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠানে প্রচারণা চালানো হচ্ছে বলে জানান চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী। শনিবার (৩০ জুলাই) রাঙ্গুনিয়া কলেজের বিভিন্ন শ্রেণিতে প্রচারণা কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভা প্যানেল মেয়র মো. সেলিম, রাঙ্গুনিয়া কলেজের অধ্যক্ষ আবু ইউসুফ, উপাধ্যক্ষ মো. সুজাউদ্দিন, অধ্যাপক বিশ্বজিৎ বড়–য়া, সাবেক পৌর কাউন্সিলর মো. এনাম, বর্তমান কাউন্সিলর মো. সিরাজ, সাবেক ছাত্রনেতা মো. আলমগীর প্রমুখ। এর আগে জুম্মার নামাজে পর্যাক্রমে ইছাখালী সদরের কেন্দ্রীয় জামে মসজিদ, মোরাদনগর জামে মসজিদ, রাঙ্গুনিযা থানা সদরের কেন্দ্রীয় জামে মসজিদ, উত্তরঘাটচেক হযরত আব্দুল কাদের জিলানী (রাহ:) জামে মসজিদ, বায়তুল করিম জামে মসজিদ, হযরত কাছেম শাহ জামে মসজিদ, হযরত ইব্রাহীম (আ:) জামে মসজিদ, গাউসিয়া শাহিন শাহ জামে মসজিদ সহ বিভিন্ন স্কুলে এসব প্রচারণা চালানো হয়। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুলে এই কর্মসুচি অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ জানান।