রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের সুরৎ সিংহের ডালা এলাকায় পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় শতাধিক মণ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে স্থানীয় নজরুল ইসলাম ও তার ১১ শেয়ার হোল্ডারের মালিকানাধীন পুকুরে এসব মাছ মরে ভেসে থাকতে দেখা যায়। এতে তার আনুমানিক ৫/৬ লাখ টাকা ক্ষতিসাধন হয়। এই ব্যাপারে শুক্রবার (৫ মে) খামার মালিক নজরুল ইসলাম বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানা যায়, উপজেলার পোমরা ইউনিয়নের হাজীপাড়া এলাকার হাফেজ শামছুল হুদার পুত্র নজরুল ইসলাম ও তার ১১ শেয়ার হোল্ডার গত ৪ বছর আগে একই ইউনিয়নের সুরৎ সিংহের ডালা এলাকায় ১১ একর লিজ নেওয়া সম্পত্তির উপর সমন্নিত কৃষি খামার গড়ে তোলেন। খামারে সাড়ে পাঁচ একর জায়গায় ১৩টি পুকুর খনন করে মাছ চাষাবাদ করে আসছেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরে খামারের কর্মচারী মুমিনুল হক পুকুরগুলো দেখতে বের হলে একটি পুৃকুরে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির প্রায় শতাধিক মণ মাছ মরে ভেসে থাকতে দেখে হতভম্ব হয়ে পড়েন। তিনি তাৎক্ষনিক বিষয়টি খামার মালিক নজরুলকে জানালে তিনি মরা মাছ ভাসতে দেখে দিশেহারা হয়ে পড়েন।
এই ব্যাপারে খামারের অন্যতম মালিক নজরুল ইসলাম জানান, ‘ইংরেজীতে অনার্স ও মাস্টার্স শেষ করে চাকুরীর পেছনে না দৌড়ে নিজের বন্ধুদের সাথে নিয়ে এই খামার গড়ে তুলেছি। দিন-রাত পরিশ্রম করে গত ৪ বছর ধরে গরু, ছাগল, কৃষিজ ফসল, মাছ চাষ করে সফল হওয়ার স্বপ্ন বুনছিলাম। কিন্তু রাতের আঁধারে পুকুরে এভাবে বিষ প্রয়োগে শতাধিক মণ মাছ মেরে ৫/৬ লাখ টাকা ক্ষতি করেছে। মূলত আমার ধারাবাহিক সাফল্যের পথে এগিয়ে যেতে দেখে দৃস্কৃতকারী আমার মনোবল ভেঙ্গে দিতেই এই ঘটনা ঘটিয়েছে। আমি এর সুষ্ঠু তদন্তপূর্বক বিচার চাই।’
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূঞা বলেন, বিষ প্রয়োগে মাছ নিধনের ব্যাপারে অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।